স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০২৩- ২০২৪ইং অর্থবছরের জন্য ১৫৯ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ৫৯৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহ¯পতিবার (২২ জুন) বিকালে পৌরসভার সম্মেলন কে এক অনুষ্ঠানে ওই বাজেট ঘোষনা করা হয়। প্রথম শ্রেণির সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব ও বাজেট উপস্থাপন করেন।
ঘোষিত বাজেটে রাজস্ব খাতে মোট আয় দেখানো হয়েছে ৩৬ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৮৯ টাকা। বাজেটে রাজস্ব আয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, পৌরসভার স¤পত্তি থেকে আয় চার কোটি সরকারি অনুদান ৯৯ লাখ টাকা, রিলিফ ১১ লাখ টাকা, পানি শাখার আয় ১ কোটি ৮২ লাখ পাঁচ হাজার ৮৫০ টাকা। অন্যদিকে, রাজস্ব খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ৩২ লাখ ১০ হাজার ১২৮ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সৈয়দপুর পৌরসভার সচিব সাইদুর রহমান, নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, প্যানেল মেয়র-১ শাহিন হোসেন, প্যানেল মেয়র-২ আবুল কাশেম সরকার দুলুসহ সকল কাউন্সিলর ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও আমন্ত্রিত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।