নিউজ ডেস্ক: জয় দিয়ে এশিয়া কাপ শুরু করা বাংলাদেশ আজ মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার। শনিবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে লিটন দাসের দল।
টস হেরে শুরুতেই ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে লঙ্কান পেসারদের আগুন ঝরানো বোলিংয়ে টিকতে পারেনি দুই ওপেনার। শূন্য রানে সাজঘরে ফিরেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন।
শূন্য রানে দুই উইকেট হারানোর পর তাওহিদ হৃদয়কে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস। তবে ইনিংসের পঞ্চম ওভারে রান আউটে পড়েন হৃদয়। ৯ বলে ৮ রান করেছেন তিনি।
বিপর্যয়ের মুখে পাঁচে ব্যাট করতে আসেন শেখ মেহেদি। প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরুর আভাস দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। সাজঘরে ফেরার আগে ৭ বলে ৯ রান করেছেন তিনি।
অন্যদিকে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করছিলেন লিটন। তবে দশম ওভারে হাসারাঙ্গাকে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেট দিয়েছেন। ২৬ বলে ২৮ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক।
বাকি পথ পাড়ি দিয়েছেন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারী। তাদের দুইজনের ব্যাটিংয়ে ভর করে ১৩৯ রান তোলে বাংলাদেশ। জাকের ৩৪ বলে ৪১ এবং শামীম ৩৪ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন।