আর্কাইভ  সোমবার ● ৬ অক্টোবর ২০২৫ ● ২১ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল-ভারতে নিহত ৬৭

ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল-ভারতে নিহত ৬৭

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

৯৯৯’এ ফোন করে ভুট্টা ব্যবসায়ী ১৫ লাখ টাকা ফিরে পেলো

রবিবার, ১১ জুন ২০২৩, রাত ১০:০১

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ব্যাগের ভেতর নগদ ১৫ লাখ টাকা নিয়ে ভুট্টা কেনার জন্য নীলফামারী এসেছিলেন বগুড়ার ধুনট উপজেলা চৌকিবাড়ি এলাকার মৃত আমীর হামজার ছেলে ব্যবসায়ী রফিকুল ইসলাম। তিনি সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কানাইকাটা এলাকায় হোটেলে খাওয়া দাওয়া শেষ করে ভুলে হোটেলে টাকার ব্যাগ রেখে বেড়িয়ে পড়েন। পরে ব্যাগটি আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। 
শনিবার(১০ জুন) বিকালের এ ঘটনায় তিনি ১৫ লাখ টাকা হারিয়ে বেসামাল হয়ে পড়েন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করে সহযোগী চান। এরপর নীলফামারী সদর থানার পুলিশ চারঘন্টা অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া ১৫ লাখ টাকা উদ্ধার করেন। এদিন সন্ধ্যা ৭টার দিকে নীলফামারী সদর থানায় উক্ত ব্যবসায়ীর হাতে ওই টাকা বুঝিয়ে দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুরুল। এসময় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার, পরিদর্শক তদন্ত পলাশ চন্দ্র মন্ডলসহ অনান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 
পুলিশ জানায়, সংবাদটি পাওয়া মাত্র নীলফামারী সদর থানার মোবাইল টিমের দায়িত্বের থাকা এসআই রনি ও কয়েকজন পুলিশ সদস্য তাৎণিক উক্ত এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে। কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল। এক পর্যায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর হোটেল মালিক জাবেদ আলী তার বাড়ি থেকে টাকার ব্যাগটি পুলিশের কাছে ফিরিয়ে দেন। 
ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, এই টাকাটা ভুট্টা ব্যবসার টাকা। টাকাটা হারানোর পর ৯৯৯-এ ফোন করি। পুলিশের তাৎণিক পদেেপ হারানো টাকাটা ফিরে পেয়েছি। এজন্য নীলফামারী সদর থানা পুলিশের ওসি ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। 

মন্তব্য করুন


Link copied