আর্কাইভ  বুধবার ● ২০ আগস্ট ২০২৫ ● ৫ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২০ আগস্ট ২০২৫

‘পিনিক’-এ আছেন বুবলী

শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, বিকাল ০৭:০৬

Advertisement Advertisement

বিনোদন ডেস্ক: কিছুদিন আগে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হন চিত্রনায়িকা শবনম বুবলী। নাম ‘পিনিক’। সম্প্রতি এর শুটিং শুরু হয়েছে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে। আর এতে অংশ নিয়েছেন বুবলী। জাহিদ জুয়েলের পরিচালনায় এতে তার বিরপরীতে আছেন আদর আজাদ।

গেল বৃহস্পতিবার সিনেমার একটি পোস্টার শেয়ার করে এর আনুষ্ঠানিক ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট। সব ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে ‘পিনিক’ আসছে প্রেক্ষাগৃহে। আদর আজাদ-বুবলীর পাশাপাশি এতে আরও অভিনয় করছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ আশরাফ কিটু, এল আর খান সীমান্ত, কেয়া আল জান্নাহসহ অনেকেই।

এদিকে, বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। এতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন তিনি। চলতি বছর ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি কথা ছিল। কিন্তু কাজ শেষ না হওয়ায় প্রেক্ষাগৃহে আসতে পারেনি ‘জংলি’।

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে চলছে এর সম্পাদনার কাজ। এম রাহিম পরিচালিক ‘জংলি’ সিনেমাটি আগামী ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বুবলী বলেন, ‘গেল ঈদে “জংলি” মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে ছবিটি মুক্তি পায়নি। আগামী ঈদে এটি মুক্তি পাবে কি না, তা এখনো অফিসিয়ালি জানানো হয়নি। এর মধ্যে নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হলাম। শুটিংও শুরু করেছি। যতটুকু জেনেছি, নতুন এই ছবিটি আগামী ঈদে মুক্তি পাবে।’

মন্তব্য করুন


Link copied