আর্কাইভ  বুধবার ● ২০ আগস্ট ২০২৫ ● ৫ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২০ আগস্ট ২০২৫
দুদকের মামলায় সাজার হার কমছে, বাড়ছে খালাস

দুদকের মামলায় সাজার হার কমছে, বাড়ছে খালাস

ফেব্রুয়ারির ভোটে সংশয় দেখছে না বিএনপি

ফেব্রুয়ারির ভোটে সংশয় দেখছে না বিএনপি

নজিরবিহীন লুটপাট ‘ভঙ্গুর’ ব্যাংক খাত

হাসিনার সাড়ে ১৫ বছরে ঋণ কেলেঙ্কারি-পাচার
নজিরবিহীন লুটপাট ‘ভঙ্গুর’ ব্যাংক খাত

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনের আড়ালে সমন্বয়কদের চাকুরি!

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনের আড়ালে সমন্বয়কদের চাকুরি!

‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’

রবিবার, ৬ জুলাই ২০২৫, দুপুর ০৪:৪৬

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’তে অভিনয় শেখার সুযোগ পেয়ে অভিনেত্রী পারসা ইভানা বর্তমানে অবস্থান করছেন সেখানে। যিনি তার আগেই একরাশ মুগ্ধতা ছড়িয়ে রেখেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজে ইভা চরিত্রে অভিনয় করে। সঙ্গে ফেসবুকে নিয়মিত প্রকাশিত তার ব্যক্তিগত উদ্যোগে নাচের ক্লিপগুলোও পেয়েছিল দারুণ জনপ্রিয়তা।

এরই মধ্যে নিউইয়র্কে অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গেছে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই কাজের খবর নির্মাতা নিজেই জানিয়েছেন।পারসা ইভানাসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে এই কাজসহ, নিজের জীবনের নানা পরিকল্পনা নিয়ে দেশের গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পারসা।

জানিয়েছেন, সেখানে তার সময়টা দারুণ কাটছে। বিশেষকরে প্রতিদিনই তিনি নতুন নতুন কিছু শিখছেন। তাছাড়া অভিনয়ের ক্লাসও উপভোগ করছেন তিনি।

এ বিষয়ে পারসা বলেন, ‘আসলে নতুন কিছু শেখাটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। অভিনয়কে আরও জীবন্ত করে তুলতে নানা ধরনের ব্যায়াম ও কৌশল শিখছি। ক্লাস করতে ভালো লাগছে।’পারসা ইভানাতিনি বলেন, ‘প্রাতিষ্ঠানিকভাবে কখনও অভিনয় শেখা হয়নি। ছোটবেলায় নাচ শিখেছি। এরপর বড় হয়ে যখন মিডিয়ায় কাজ শুরু করলাম, তখন অভিনয় শেখার ইচ্ছা জাগে। যেহেতু আমার মা যুক্তরাষ্ট্রে থাকেন, সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিলাম ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’তে অডিশন দেবো। এরপর প্রশিক্ষণের সুযোগ পাই। আমি মনে করি, প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি।’

আন্তর্জাতিক অঙ্গনে অভিনয়ের ইচ্ছে জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, প্রত্যেক শিল্পীরই আন্তর্জাতিক পরিসরে কাজ করার পরিকল্পনা থাকা উচিত। একজন শিল্পীর জন্য কাজের কোনো সীমানা থাকা উচিত নয়। এর জন্য নিজেকে ঠিকভাবে গড়ে তুলতে হয়। যদি কখনো আন্তর্জাতিক অঙ্গনে কাজের সুযোগ পাই, অবশ্যই করব।’অমিতাভ রেজা চৌধুরীর বিজ্ঞাপনের শুটিংয়ে পারসা ইভানাএদিকে প্রথমবারের মতো অমিতাভ রেজার সঙ্গে কাজ করা নিয়ে পারসা বলেন, ‘অমিতাভ ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ এটি, সেটিও দেশের বাইরে। এর আগে তার নির্দেশনায় কাজ করার সুযোগ হয়নি। এমন একজন বড় মাপের নির্মাতার সঙ্গে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে।’

বলা প্রয়োজন, ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’র প্রতিষ্ঠাতা স্কট দীর্ঘদিন ধরে অভিনয়ের প্রশিক্ষণ দিয়ে আসছেন। এ বিষয়ে পারসা ইভানা তখন গণমাধ্যমকে বলেছিলেন, ‘‘কিছু দিন আগে জুমে অডিশন দিয়েছি। স্কট নিজে ইন্টারভিউ নিয়েছেন। তিনি আমাকে বললেন, ‘তুমি তো তোমার দেশে অভিনয়ে এই প্রজন্মের একজন স্টার। কেন তুমি অভিনয়ে আরও প্রশিক্ষণ নিতে চাও।’ উত্তরে বললাম, ‘আমি কখনও অভিনয় শিখিনি। তাই অভিনয়ের বিশদ জানতে চাই।’ এরপর অভিনয় করে দেখালাম, তিনি আমার অভিনয়ে ভীষণ মুগ্ধ হলেন এবং বললেন, ‘তুমি অভিনয় প্রশিক্ষণ গ্রহণ করার জন্য চূড়ান্ত হয়েছো’।উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’সহ আরও কিছু নাটকে অভিনয় করে পারসা জয় করেছেন দর্শকের মন। পারসা অভিনয়ে জনপ্রিয় হলেও তিনি দারুণ মডার্ন ড্যান্সারও বটে।

মন্তব্য করুন


Link copied