আর্কাইভ  শনিবার ● ১৯ জুলাই ২০২৫ ● ৪ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১৯ জুলাই ২০২৫
নেতৃত্বে থাকা এসি আল ইমরানের নাম নেই মামলা তালিকায়

আবু সাঈদ হত্যা মামলায় রমজান আলীর ক্ষোভ
নেতৃত্বে থাকা এসি আল ইমরানের নাম নেই মামলা তালিকায়

কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সংঘর্ষ, সারাদেশে নিহত ৩১

ফিরে দেখা জুলাই বিপ্লব
কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সংঘর্ষ, সারাদেশে নিহত ৩১

১৮ জুলাই ‘জুলাই আন্দোলন’ স্মরণে ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘোষণা

ফিরে দেখা জুলাই বিপ্লব
আন্দোলন নেয় মোড়
১৮ জুলাই ‘জুলাই আন্দোলন’ স্মরণে ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘোষণা

রংপুরে আবু সাঈদ হত্যায় এসি ইমরানকে আসামি করার দাবি ভাইয়ের

তথ্য গোপন করে বিসিএস কর্মকর্তা  
রংপুরে আবু সাঈদ হত্যায় এসি ইমরানকে আসামি করার দাবি ভাইয়ের

‘রঙ্গনা’ দিয়ে পর্দায় ফিরছেন ঢালিউড কুইন শাবনূর

শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩, রাত ১০:০৬

Advertisement

নতুন সিনেমা “রঙ্গনা” দিয়েই পর্দায় ফিরছেন ঢালিউড কুইন খ্যাত ঢাকাইয়া ছবির এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। সিনেমায় দীর্ঘদিন নিরুদ্দেশ ছিলেন অভিনেত্রী। শাবনূর ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন আসছে বছরের শুরুতেই। “রঙ্গনা” পরিচালনা করছেন আরাফাত হোসাইন; এটি এই নির্মাতার প্রথম সিনেমা।

নির্মাতা আরাফাত বলেন, “থ্রিলার গল্পে সিনেমাটি নির্মিত হবে। দর্শকরা এখনো তাকে পর্দায় দেখতে চান। আর আমারও ইচ্ছে শুরুতে তাকে নিয়ে কাজ করার। সে অনুযায়ী গল্প লেখা। তাকে অসংখ্য রোমান্টিক গল্পের সিনেমায় দেখা গেছে। এটি নারীকেন্দ্রিক গল্প হলেও ভিন্নতা রয়েছে। তাকে ঘিরেই সিনেমাটি এগিয়ে যাবে। নতুন বছরে সিনেমাটির শুটিং শুরু করব। সিনেমাটি ঈদ-উল-ফিতরে মুক্তির পরিকল্পনা রয়েছে।”

সাত মাস আগে সিনেমাটির সঙ্গে যুক্ত হন শাবনূর। তিনি বলেন, “অস্ট্রেলিয়া থাকাকালীন সাত মাস আগে ‘রঙ্গনা’র গল্পটি আমাকে পাঠানো হয়। তখনই কাজটি করতে রাজি হই। সিনেমার গানগুলো খুবই চমৎকার। কবির বকুল ভাইয়ের হাতে জাদু আছে। সিনেমাটির গান শুনেই ইচ্ছে করেছিল লাফ দিয়ে শুটিংয়ে নেমে যাই। এই সিনেমা দিয়েই ক্যামেরার সামনে ফিরব। এখন নিজেকে প্রস্তুত করছি। আশা করছি, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন।”

“রঙ্গনা” সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন কবির বকুল। সুর-কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

সিনেমায় ফিরছেন শাবনূর, গুঞ্জন নাকি সত্যি?সিনেমায় ফিরছেন শাবনূর, গুঞ্জন নাকি সত্যি? ১৯৯৩ সালে “চাঁদনি রাতে” সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন শাবনূর। তবে ছবিটি সফলতা পায়নি। কিন্তু নিজের রূপ-অভিনয়শৈলিতে দ্রুত নজর কাড়েন এই অভিনেত্রী।

গত ৩০ নভেম্বর ঢাকায় এসেছেন শাবনূর। তিন বছর পর দেশে ফিরে বেশ ব্যস্ত সময় কাটছে তার।

মন্তব্য করুন


Link copied