আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

করোনায় মৃত্যুহীন বাংলাদেশ

শনিবার, ২০ নভেম্বর ২০২১, বিকাল ০৫:০১

Advertisement Advertisement

ডেস্ক: গত বছরের এপ্রিলের পর এই প্রথম করোনাভাইরাস মহামারীতে মৃত্যুহীন একটি দিন পার করেছে বাংলাদেশ।

গত ২৪ ঘণ্টায় কোনো কোভিড-১৯ রোগীর মৃত্যু ঘটেনি বলে স্বাস্থ্য অধিদফতর শনিবার জানিয়েছে। ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৭৮ জন।

গত বছরের ৩ এপ্রিলের পর এই প্রথম করোনায় মৃত্যু শূন্য একটি দিন কাটল বাংলাদেশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

মন্তব্য করুন


Link copied