আর্কাইভ  রবিবার ● ৫ অক্টোবর ২০২৫ ● ২০ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

দিনাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

দিনাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

সৈয়দপুরে জাপা এমপি আদেলকে অবাঞ্ছিত ঘোষণা

শুক্রবার, ২২ জুলাই ২০২২, বিকাল ০৫:০৭

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনের জাতীয় পার্টির  সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জাতীয় পার্টির নেতাকর্মীরা বৃহ¯পতিবার (২১ জুলাই) রাত ৮টায় স্থানীয় দলীয় কার্যালয়ে এক সভায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করে সভায় রেজুলেশনে তা উল্লেখ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ও  সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক   সিদ্দিকুল আলম সিদ্দিক। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক ফয়সাল দিদার দিপু, শফিউল আলম সুজন, শামসুদ্দীন, রওশন মাহানামা, সদস্য রাইসুল ইসলাম লাকী বসুনিয়া, ফেরাজ উদ্দিন ফেরাজ, আলতাফ হোসেন, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব রাকিব খাঁন প্রমুখ।
সভায় বক্তারা সৈয়দপুর উপজেলায় ইতিবাচক উন্নয়নে বৈষম্য ও দুর্নীতির সাথে স¤পৃক্ত থাকার অভিযোগে এমপি আদেলকে সৈয়দপুর উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন। 
এ ব্যাপারে নীলফামারী জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ও  সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক  সিদ্দিকুল আলম সিদ্দিক জনকন্ঠকে এমপি আদেলকে সৈয়দপুরে  দলীয় ভাবে অবাঞ্চিক করার
বিষয়টি নিশ্চিত করে। তিনি বলেন এমপি আদেল এর আগে নীলফামারী জেলা জাতীয় পার্টির আহবায়ক ছিলেন। তার বিভিন্ন বিষয়ের আচরনে কেন্দ্রের সিদ্ধান্ত মতে তাকে জেলা জাতীয় পার্টির আহবায়ক পদ থেকে সরিয়ে দেয়া হয়। বর্তমানে জেলা আহবায়ক সাবেক সংসদ সদস্য এ্যাডঃ এনকে আলম চৌধুরী। 
সিদ্দিকুল আলম সিদ্দিক আরও বলেন নীলফামারী-৪ আসনে জাতীয় পার্টির যে খুঁটি সেটি বর্তমান এমপি আদেল দিন দিন ম্লান করে দিচ্ছেন। আমরা সভায় সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৪ জুলাই ইউনিয়ন কমিটি গঠনের পর আগামী ৩০ জুলাই সাধারণ সভার আহ্বান করবো। সেখানে  এমপি আদেলের সকল নেতিবাচক কর্মকান্ড তুলে ধরা হবে।
এ ব্যাপারে জেলা জাতীয়পার্টির সদস্য সচিব সাজ্জাদ পারভেজ জনকন্ঠকে বলেন জাতীয় পার্টি ঘিরে নীলফামারী জেলায় যে পরিস্থিতি সৃস্টি হচ্ছে তা নিয়ে আমরাও চিন্তিত। বিষয়টি আমরা কেন্দ্রীয় কমিটিকে অবগত করেছি। এমপি আদেলকে ঘিরে আমরা আর বিব্রত হতে চাইনা। # 

মন্তব্য করুন


Link copied