স্টাফ রিপোর্টার: এবারের ওয়াও বাংলাদেশ- রংপুর চ্যাপ্টারে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট যা পরিবেশন করবেন এসময়ের জনপ্রিয় গায়িকা আসিয়া ইসলাম দোলা।
সুরের দোলায় আনন্দ ছড়াতে দোলা আসছেন বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর।
সুরেলা এবং উৎসবমুখর এই কন্সার্টটির অংশ হতে চাইলে আপনিও চলে আসুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে!
দোলা জানান, রংপুরের মানুষ এবং রংপুর শহর আমার প্রানের শহর। আশা করি ওয়াও বাংলাদেশ- রংপুর চ্যাপ্টারে দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো।
উল্লেখ্য, নারীদের প্রাপ্তিগুলোকে সবার সামনে তুলে ধরতে এবং নারীদের প্রতি বৈষম্যভাব সম্পর্কে সবাইকে সচেতন করার লক্ষ্যে WOW Festival উদযাপন করা হয়।
এই আয়োজনে যোগদান করতে এখানে নিবন্ধন করুন- https://mongoldeep.org/WOW-registration/