স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুরে ফলের আড়তে ট্রাক থেকে আছড়ে পড়ে আব্দুল হাকিম (৫১) নামে এক ফল বিক্রেতা ঘটনাস্থলে নিহত হয়েছে। আজ মঙ্গলবার(১৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শহরের পাঁচমাথা মোড়ের হাতিখানা রোডে অবস্থিত অস্থায়ী ফলের আড়তে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। নিহত আব্দুল হাকিম রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় ঘটনার সম ফলের আড়তে আঙুর ও বরই বোঝাই একটি ট্রাক পার্কিং করছিল। এসময় পেছনের ঘুরতে গিয়ে ট্রাকটি একটি বৈদ্যুতিক খুঁটিকে স্বজোড়ে ধাক্কা খায়। এতে খুঁটিটি ভেঙে ট্রাকের ওপর পড়ে গেলে ট্রাকে থাকা ফলের বক্সগুলো ছিটকে পড়তে থাকে। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল হাকিম নামে ওই ফল বিক্রেতা। এছাড়া দুর্ঘটনায় ফলের আড়তের শ্রমিক সৈয়দপুরের ইকবাল (৩২), আলমগীর (৩৬) ও মিঠাপুকুরের আল আমিনকে (৪৪) আহত হলে তাদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।