স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির ভাউলাগঞ্জ ও চিলাহাটির ভোগডাবুড়ি এলাকায় পৃথকভাবে দুটি ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। গরিব ও অসহায় মানুষগুলো বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ পেয়ে দারুন খুশি।
সোমবার(১৪ আগষ্ট দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা এর নীলফামারী জেলা অফিস। সংস্থাটি দুটি স্থানে ১০০ করে ২০০ মানুষকে ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান করে।
আশার নীলফামারীর সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার নজরুল ইসলাম জানান, ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে অভিজ্ঞ চিকিৎসক ছাড়াও চিলাহাটির ভোগডাবুড়িতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল জব্বার কানু , সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল হক দিপু , হেলথ সেন্টার ইনচার্জ প্রসেনজিৎ মহন্ত , ভাউলাগঞ্জে উপস্থিত ছিলেন চিলাহাটি ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, ব্রাঞ্চ ম্যানেজার আনোয়ার হোসেন, স্বাস্থ্য সেবা কেন্দ্রের শাহরিয়া আলম প্রমুখ।