আর্কাইভ  শনিবার ● ১০ মে ২০২৫ ● ২৭ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১০ মে ২০২৫
আক্রমণের জন্য সেনা মোতায়েন করছে পাকিস্তান, দাবি ভারতের

আক্রমণের জন্য সেনা মোতায়েন করছে পাকিস্তান, দাবি ভারতের

বল এখন ভারতের কোর্টে: পাকিস্তান

যুদ্ধের দামামা
বল এখন ভারতের কোর্টে: পাকিস্তান

৪০০টি ড্রোন দিয়ে ৩৬টি স্থানে হামলা চালিয়েছে পাকিস্তান: ভারত

৪০০টি ড্রোন দিয়ে ৩৬টি স্থানে হামলা চালিয়েছে পাকিস্তান: ভারত

পাক সেনাপ্রধানকে শান্তিপূর্ণ সমাধানে সহায়তার প্রস্তাব মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

ভারত-পাকিস্তান উত্তেজনা
পাক সেনাপ্রধানকে শান্তিপূর্ণ সমাধানে সহায়তার প্রস্তাব মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

নীলফামারীতে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৬

বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩, বিকাল ০৬:০০

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে শিয়ালের কামড়ে শিশুসহ ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার(২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটেছে নীলফামারী জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের আরাজি দলুয়া বাংলাবাজার হাজীপাড়া গ্রামে। এলাকাবাসী ছুটে এসে একই পরিবারের ৪জন সহ ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। এদের মধ্যে একই পরিবারের মা ও তিন সন্তানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এদিকে গ্রামবাসী একজোট হয়ে শিয়ালটিকে ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলে। চওড়া বড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের বিটু বিষয়টি নিশ্চিত করেছেন। 
আহতরা হলেন, উক্ত গ্রামের ফজলার রহমান বাবুর স্ত্রী রুবী বেগম(৩৫),তার তিন সন্তান যথাক্রমে গোলাম রব্বানী(১), রুবিনা বেগম (৬) মিম আক্তার (২) ও হুমাউন কবিরের স্ত্রী উর্মি বেগম(২৪) এবং কিনা মাহমুদের ছেলে তাইবুল ইসলাম((৪০)। 
স্থানীয়রা জানান, সকাল সাড়ে দশটার দিকে আনিসুর রহমানের ছাগল আক্রমন করতে অতর্কিত ছুটে আসে একটি শেয়াল। এ সময় আনিসুর এগিয়ে গেলে তার উপর আক্রমন চালায় শেয়ালটি। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে পালিয়ে যাওয়ার সময় শেয়ালটি ফজলার রহমানের বাড়িতে ঢুকে। এ সময় ওই বাড়ির চারজন এবং প্রতিবেশি আরো একজনকে কামড় দেয় শেয়ালটি। 

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রহিম জানান শিয়ালের কামড়ে আহত ৬জনের মধ্যে একই পরিবারের চারজনকে রংপুর মেডিকেলে স্থানান্তরিত করা হয়। বাকী দুইজন এখানে চিকিৎসাধীন রয়েছে। তাদের জলাতঙ্কের ভ্যাকসিন দেয়া হয়েছে।
চওড়া বড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের বিটু বলেন, শেয়ালের আক্রমণে গালের মাংস ছিড়ে যায় দুই শিশুর। স্থানীয়রা উদ্ধার করে আহতদের নীলফামারী হাসপাতালে ভর্তি করান। আহতদের মধ্যে দুই শিশুসহ চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। ঘটনার সময় বিক্ষুদ্ধ মানুষরা শেয়ালটিকে হত্যা করে। # 

মন্তব্য করুন


Link copied