আর্কাইভ  শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ● ২০ আষাঢ় ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ৪ জুলাই ২০২৫

দিনাজপুরে তেল পাম্পে আগুন

বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩, বিকাল ০৭:৩০

Ad

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে শারমিন ফিলিং স্টেশন নামের একটি পাম্পে আগুনের ঘটনা লেগেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে তেল পাম্পের ট্যাংকিতে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মালিকের দাবি, ট্যাংকিতে ২৭ হাজার লিটার পেট্রোল ও অকটেন ছিল। এতে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, বিকালে লরি থেকে পাম্পের ট্যাংকিতে তেল লোড দেওয়ার সময় ট্রাকের আর্থিংয়ের কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। এটি কোনও নাশকতা নয় বলেও মনে করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মন্তব্য করুন


Link copied