আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

রংপুরে নিখোঁজের ২ দিন পর শিশুর লাশ উদ্ধার

সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ০৪:০৬

Advertisement Advertisement

ডেস্ক: রংপুরের পীরগাছায় নিখোঁজের দুই দিন পর উম্মে হাবিবা (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চালুনিয়া বিলের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। উম্মে হাবিবা উপজেলার চালুনিয়া পানাতিপারা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় উম্মে হাবিবা। এরপর সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার সন্ধান পাননি পরিবারের লোকজন। সোমবার সকালে বাড়ির পাশের চালুনিয়া বিলের একটি পুকুরে শিশু উম্মে হাবিবার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রমেক মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন


Link copied