আর্কাইভ  রবিবার ● ৫ অক্টোবর ২০২৫ ● ২০ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

দিনাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

দিনাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

রংপুরে বৃষ্টিতে দুশ্চিন্তায় কৃষকরা

বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪, সকাল ০৯:৩৬

Advertisement

ডেস্ক: রংপুরে সাড়ে ৪ মাস পরে বৃষ্টির দেখা মিলেছে। এই বৃষ্টিতে জনমনে কিছুটা স্বস্তি এলে ক্ষেতের আলু, গম ও আমের মুকুল নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কৃষকরা। বৃষ্টির ধারা অব্যাহত থাকলে এই তিনটি ফসলের মারাত্মক ক্ষতি হতে পারে। এমনটাই শঙ্কা করা হচ্ছে। 

জানা গেছে, গত বছরের নভেম্বর, ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ১৯ তারিখ পর্যন্ত রংপুর অঞ্চলে বৃষ্টিপাতের হার ছিল শূন্যের কোঠায়। এই অঞ্চলের মানুষ গত সাড়ে ৪ মাস থেকে বৃষ্টির জন্য অপেক্ষা করছিল। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় খরার ঝুঁকিতে পড়েছিল। 

অবশেষে প্রকৃতি সদয় হয়ে মঙ্গলবার (১৯ মার্চ) রাত থেকে রংপুর অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্যমতে- গত ২৪ ঘণ্টায় এই অঞ্চলে বৃষ্টি হয়েছে ২৫ মিলিমিটারের ওপর।  কাঙ্খিত এই বৃষ্টিতে ধান, শাক-সবজিসহ অন্যান্য ফসলের উপকার হলেও আলু, গম এবং আমের মুকুলের ক্ষতি হওয়ার শঙ্কা করছেন কৃষকরা ।

জানা গেছে, রংপুর অঞ্চলের পাঁচ জেলায় এ বছর এক লাখ ৬০২ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। কৃষকরা বেশি দাম পাওয়ায় পরিপক্ক হওয়ার আগে ক্ষেতেই আলু বিক্রি করে দিয়েছেন। ইতোমধ্যে ৮০/৮৫ শতাংশ জমির আলু উত্তোলন করা হয়েছে। বর্তমানে  ক্ষেতে থাকা ১০ থেকে ১৫ শতাংশ আলু বৃষ্টির কারণে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।  

এদিকে, ক্ষেতে পরিপক্ক অবস্থায় রয়েছে গম। অনেক স্থানে কাটামাড়াই শুরু হওয়ার পথে।  বৃষ্টিপাতের ফলে পরিপক্ক গমের ক্ষতি হবে। এমনটা জানিয়েছেন কাউনিয়া উপজেলার কৃষক আফজাল হোসেন। 

অপরদিকে, বৃষ্টির কারণে হাড়িভাঙ্গাসহ বিভিন্ন প্রজাতির আমে ইতিবাচক ও নেতিবাচক এই দুই প্রভাবই পড়েছে। যে সব আম গাছে এখন মুকুল রয়েছে বৃষ্টির কারণে সেই মুকুল ঝরে যাওয়ার শঙ্কা রয়েছে। তবে যে সব গাছে আমের গুটি বেরিয়েছে সেসব আম গাছের উপকার হবে। বৃষ্টিতে গুটির উপকারি হলেও মুকুলের জন্য ক্ষতি ডেকে এনেছে বৃষ্টি।  

রংপুর অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন,গত ২৪ ঘণ্টায় ২৫ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। এ ধরণের আবহাওয়া আরও দুইএকদিন থাকতে পারে।

মন্তব্য করুন


Link copied