স্টাফ রিপোর্টার: রংপুরের গঙ্গাচড়ায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় থ্রি-হুইলারের আরোহী এক কলেজ শিক্ষকসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী। শনিবার (৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার গঞ্জিপুর ভিন্নজগত সড়কের চেয়ারম্যান মোড় এলাকায় দুর্ঘটনাটি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গঞ্জিপুর এলাকার চেয়ারম্যান মোড়ে বাস একটি থ্রি-হুইলারকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মেহেরুল (৩৫) নামে একজন আনসার সদস্য নিহত হন। আহত হন পাঁচ জন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবা রানী ও রিমু নামের আরও দুই নারী মারা যান।
দিবা রানী কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষিক আর রিমু নীলফামারীর জলঢাকা উপজেলা পুটিমারী এলাকার আমিনুদ্দিনের মেয়ে। এছাড়া রিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫১তম ব্যাচের (২০২১-২২ শিক্ষাবর্ষ) এবং রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পুঁটিমারী ইউনিয়নে।
রুমির প্রতিবেশী এবং জাবির সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী মো. সুরুজ আলী জানান, ঈদের ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় গত বুধবার দুপুরে বাসে করে রংপুরে উদ্দেশ্য রওনা হন রুমি। ক্যাম্পাস থেকে সরাসরি নীলফামারীর বাস না পাওয়ায় রংপুরে নানীর বাসায় যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে তিনি দূর্ঘটনার শিকার হন।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান মাসুম বলেন, মরদেহগুলো রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে বাসচালক পলাতক।