আর্কাইভ  বৃহস্পতিবার ● ২০ নভেম্বর ২০২৫ ● ৬ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২০ নভেম্বর ২০২৫

রংপুরে পুলিশের বাধা উপেক্ষা করে বাম জোটের বিক্ষোভ

শনিবার, ৮ জুন ২০২৪, রাত ১০:৩২

Advertisement

মহানগর প্রতিনিধি: রংপুরে পুলিশের বাধা উপেক্ষা করে বৈষম্যমূলক বাজেট প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। শনিবার (৮ জুন) বিকালে মিছিল শেষে জেলা প্রেস ক্লাবে এক সমাবেশে মিলিত হয় নেতারা। 

সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার আহ্বায়ক এবং বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু। আরও উপস্থিত ছিলেন সিপিবি রংপুর জেলার সাধারণ সম্পাদক কমরেড কাফি সরকার, বাসদ রংপুর জেলার সদস্য অমল সরকার প্রমুখ। 

সমাবেশে নেতারা বলেন, এই বাজেট গরীবকে মারার বাজেট। এই বাজেট ধনী, লুটপাটকারীদের আরও ধনী বানানোর বাজেট। বাজেটে সরকার সামাজিক সুরক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ দেয়নি। তাই এই বাজেট প্রত্যাখ্যান করা হয়েছে। 

নেতারা আরও জানান, বাজেট প্রত্যাখ্যান করে শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে এসআই মজনু অসৌজন্যমূলক আচরণ করেছে। সমাবেশ বাধা দেওয়ার চেষ্টা করেছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানান নেতারা।  

 

মন্তব্য করুন


Link copied