স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃতদের মধ্যে নীলফামারীর সৈয়দপুরের মিনহাজ পায়েল (২০) নামে একজন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৩ আগস্ট) বিশেষ আদালতের মাধ্যমে বিজ্ঞ আমলী আদালত সৈয়দপুরের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহদেব চন্দ্র রায় তার জামিন মঞ্জুর করেন। জামিন প্রাপ্ত মিনহাজ পায়েল সৈয়দপুর বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের এইচএসসি পরীক্ষার্থী ও উপজেলার নিয়ামতপুর বানিয়াপাড়া এলাকার ইমদাদুল হকের ছেলে।
আসামীপক্ষের আইনজীবী অর্জুন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এইচএসসি পরীক্ষার কথা বিচার করে মহামান্য আদলতের কাছে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে পরীক্ষার্থী বিবেচনায় ও তার উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে বিজ্ঞ বিচারক মহোদয় পাঁচশত টাকার বন্ডে স্বাক্ষর নিয়ে পুলিশ রিপোর্ট প্রদান না করা পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন।
উল্লেখ যে, এর আগে শিশু বয়সের আরও তিন শিক্ষার্থী জামিন পায়।