আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভ্রাম্যমান মা ও শিশু ক্লিনিকের উদ্বোধন

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, বিকাল ০৬:৫২

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন রংপুর।।  রংপুরে গর্ভবতী মা ও শিশুর মাঠ পর্যায়ে প্রসব পূর্বক চেকআপ ও প্রসবোত্তর সেবা প্রদানে এবং গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারীতে সচেতনা বৃদ্ধি এবং উৎসাহ প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করেছে "ভ্রাম্যমান মা ও শিশু ক্লিনিক”।


গতকাল সোমবার বিকেলে রংপুর নগরীর পূর্বগেট এলাকায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যাগে এই ভ্রাম্যামান মা ও শিশু ক্লিনিকের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হাসিবুল হাসান রুমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ মোস্তফা জামান চৌধুরী, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের নরমাল ডেলিভারী ইউনিট প্রধান সহকারী অধ্যাপক ডাঃ মিতালী ভট্টাচার্য, গাইনী বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আনিসা বেগম, সাবেক গাইনী বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আজিজা বেগম লুসি প্রমুখ।


জানাগেছে, উত্তরবঙ্গের সর্বাধুনিক হাসপাতাল হিসেবে পরিচিত রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল (ডক্টরর্স হসপিটাল প্রা: লি:)রংপুরের উদ্যাগে বাংলাদেশে এই প্রথম "ভ্রাম্যমান মা ও শিশু ক্লিনিক” যাত্রা শুরু করল। এখানে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করতে এ থাকছেন দক্ষ গাইনী চিকিৎসক এবং নার্স। অত্যাধুনিক মানের ভ্রাম্যমান আল্ট্রাসনোগ্রাম মেশিন,নরমাল ডেলিভারীর জন্য সুপ্রসন্ত কেবিন রয়েছে। এছাড়াও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষার জন্য রয়েছে দক্ষ শিশু বিশেষজ্ঞ। এছাড়াও রোগীদের দ্রুততম রোগ নির্ণয়, সর্বোচ্চ চিকিৎসা, শ্রেষ্ঠ সার্ভিস ও প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা রয়েছে।

মন্তব্য করুন


Link copied