স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ জেলার একটি সেচ খাল থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(১৪ ডিসেম্বর) দুপুরে নীলফামারী জেলা শহরের অদুরে দেবিডাঙ্গা নালার পার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, কে বা কারা ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর লাশ নালার খালে ফেলে দিয়ে পালিয়ে যায়।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, লাশের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।