আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

নতুন বছরের শুরুতে তিস্তা নিয়ে গনশুনানী অনুষ্ঠিত হবে-নীলফামারীতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া

বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, বিকাল ০৬:১৮

Advertisement Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, দীর্ঘদিনের তিস্তা নদীর পানি সমস্যা নিরসনে উত্তরবঙ্গে আমরা গণশুনানী করতে যাচ্ছি। আগামী নতুন বছরের(২০২৫ সাল) শুরুতেই পানি সম্পদ উপদেষ্টা ও আমি উত্তরবঙ্গে এসে গণশুনানীতে অংশ নেব। তিনি বলেন শুস্ক মৌসুমে তিস্তা নদীতে পানি থাকে না। আবার বন্যার সময় সব কিছু তলিয়ে যায়। আমরা উত্তরবঙ্গের মানুষের কথা শুনবো, তিস্তা নদীর পানি নিয়ে আপনাদের সমস্যা শুনে বৃহৎ পরিসরে পরিকল্পনা গ্রহণ করা হবে।  আমি আশাবাদি তিস্তা নিয়ে আপনাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। 
বুধবার(২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে নীলফামারীর জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, জনগণের আকাঙ্খা বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। জনগণ চায় প্রকৃত সংস্কার শেষে জাতীয় নির্বাচন। সেই লক্ষ্য বাস্তবায়নে অন্তর্বর্তীকালিন সরকার কাজ করছে। গুরুত্বপূর্ণ প্রকল্পে আমরা হাত দিচ্ছি। বিগত ফ্যাসিবাদ সরকারের সময় উত্তরবঙ্গে যে বৈষম্য হয়েছে,  সেই বৈষম্য এই ঘুচিয়ে দিবে। 
তিনি বলেন, এই অঞ্চলের মাটি বড়ই উর্বর। কৃষিতে অগ্রগামী। ফসল উৎপাদনে উর্বৃত্ত্ব থাকে। তাই কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটনা হবে উত্তরবঙ্গে। সুগারমিল চালুর সিদ্ধান্ত হয়েছে। টেক্সটাইল মিলগুলি চালুর চেষ্টা করা হচ্ছে। শিল্পের বিকাশ ছাড়া অর্থনৈতিক উন্নয়ন আসবে না, তাই শিল্পের বিকাশ ঘটনাতে এই সরকার বদ্ধপরিকর। 
যুব ও ক্রীড়া উপদেষ্টা আরো বলেন, আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে যেই পরাশক্তিগুলো এটাকে গ্রহণ করতে পারেনি, মেনে নিতে পারেনি তারা আমাদেরকে, বাংলাদেশের ব্যাপারে অনেক প্রপাগান্ডা চালিয়ে যাচেছ। এসময় তিনি বলেন, আপনারা জানেন যে, এই সরকারের অন্যতম উদ্যেশ্যে ও এজেন্ডা হচ্ছে সংস্কার কার্যক্রম। বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করেছে। আর্থিক ব্যবস্থা থেকে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আমরা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে চাই।
জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক আবু সাঈদ লিওন, জলঢাকা উপজেলা জামায়াতে আমীর মোখলেছুর রহমান, জেলা জামায়াতে মজলিশে শুরা সদস্য ওবায়দুল্লাহ সালাফী, জলঢাকা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম প্রমুখ। এছাড়া অন্যান্যদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জলঢাকা প্রতিনিধি সাব্বির আহমেদ, শাবাব তানজিম, নেওয়াজ নিশান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডিমলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ উপস্থিত ছিলেন। 
এর আগে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। 
এরপর বিকাল ৫টার দিকে নীলফামারী সার্কিট হাউজে প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। সভা শেষে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের শহিদ রুবেল ইসলাম ও কিশোরীগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের নাঈম ইসলামের পরিবারের হাতে দুই লাখ করে চার লাখ টাকার করে চেক বিতরণ করেন তিনি। 

মন্তব্য করুন


Link copied