আর্কাইভ  সোমবার ● ৬ অক্টোবর ২০২৫ ● ২১ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

দিনাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

দিনাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

রংপুরে এখনো পৌঁছেনি প্রাথমিক ও মাধ্যমিকের ৬০ শতাংশ বই

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, রাত ০৮:৪২

Advertisement

নিউজ ডেস্ক :  সারা দেশের ন্যায় এবার রংপুরেও পহেলা জানুয়ারি থেকে বই বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সব বই আসেনি। মাধ্যমিকে এখন পর্যন্ত ৬৫ শতাংশ বই আসেনি। মাধ্যমিকে বই এসেছে ৩৫ শতাংশ। প্রাথমিকে ৪৫ শাতাংশ বই এলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণির সব বই আসেনি। ফলে অনেক শিক্ষার্থীই বছরের প্রথম দিকে নতুন বইয়ে স্পর্শ পাবে না। পহেলা জানুযারি থেকে এসব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়ার জন্য শিক্ষা অফিস কাজ করলেও বই সংকটের কারণে বিতরণ অনুষ্ঠানে ভাটা পড়েছে।  

এবার আনুষ্ঠানিকভাবে বই বিতরণ হচ্ছে না। ফলে বছরের প্রথম দিনে বই বিতরণের আমেজ থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। 

মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে ৩ হাজারে বেশি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ১৪ লাখের ওপর। বইয়ের প্রয়োজন ৩ কোটি দুই লাখ ২৪ হাজার। সেখানে মঙ্গলবার পর্যন্ত বই এসেছে ৩৫ শতাংশ। গাইবান্ধা ও লালমনিরহাট জেলায় এখনো বই আসেনি। তবে শিক্ষা অফিস আশা করছে রাতের মধ্যে কিছু বই দুই দুই জেলায় চলে আসবে। 

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে সাড়ে ৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে বেশি ৩০ লাখ শিক্ষার্থী রয়েছে। বই প্রয়োজন এককোটি ১০ লাখ। সেখানে বই এসেছে ৪৭ লাখের মত। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির বই খুব কম এসেছে। এছাড়া পঞ্চগড় জেলায় বই প্রাপ্তির সংখ্যা খুবই কম। 

রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক আজিজুর রহমান বলেন, বই আসছে। আশাকরি জানুয়ারির সব বই পেয়ে যাবো। এবার কোন আনুষ্ঠানিকতা না থাকলে আমরা বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণের জন্য যাবো।  

রংপুর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগীয় উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ জানান, আশা করি জানুয়ারির ৫ তারিখের মধ্যে সব বই পেয়ে যাবো। 

মন্তব্য করুন


Link copied