আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

রাজারহাটে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা আব্দুস সালামস গ্রেফতার

সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, বিকাল ০৭:০৪

Advertisement Advertisement

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম (৩৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুুয়ারি) দুপুরে রাজারহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানান, আব্দুস সালাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি চাকিরপশার ইউনিয়নের চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের পীরমামুদ গ্রামের ওসমান আলীর ছেলে। তিনি গত আওয়ামীলীগের আমলে ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন। সোমবার(২০জানুয়ারী) দুপুরে রাজারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরপর দ্রুত তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ। এর আগে গত রোববার বিকেলে উপজেলার বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি তাইজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
রাজারহাট থানার ওসি আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,  ইউপি চেয়ারম্যান আব্দুস সালামকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অপরদিকে কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেত্রী মতি শিউলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি জেলা আওয়ামী লীগের সদস্য, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ গেটের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  
পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এই ঘটনার পর গত ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়। উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন


Link copied