আর্কাইভ  বুধবার ● ৭ মে ২০২৫ ● ২৪ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ৭ মে ২০২৫
ভারতকে জবাব দিতে ‘পূর্ণ ক্ষমতা পেল’ পাকিস্তান সেনাবাহিনী

ভারতকে জবাব দিতে ‘পূর্ণ ক্ষমতা পেল’ পাকিস্তান সেনাবাহিনী

ভারতের হামলায় ২৬ জন বেসামরিক ব্যক্তি নিহত

পাকিস্তানের দাবি
ভারতের হামলায় ২৬ জন বেসামরিক ব্যক্তি নিহত

ভারত-পাকিস্তানের নেতাদের ‘বড় জুয়া’

বিবিসির বিশ্লেষণ
ভারত-পাকিস্তানের নেতাদের ‘বড় জুয়া’

ভারত-পাকিস্তানের সামরিক শক্তির হিসাব-নিকাশ

ভারত-পাকিস্তানের সামরিক শক্তির হিসাব-নিকাশ

রংপুরবাসীর ভালোবাসায় সিক্ত 'রংপুর রাইডার্স

সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, রাত ১১:১৩

Advertisement

মমিনুল ইসলাম রিপন: ভক্ত-দর্শকসহ রংপুরবাসীর উষ্ণ ভালোবাসায় সিক্ত হয়েছেন রংপুর রাইডার্স। সোমবার দুপুরে হেলিকপ্টার যোগে রংপুর স্টেডিয়ামে আসেন রংপুর রাইর্ডাসের দলের অধিনায়ক নুরুল হাসান সোহান, কোচ মোহাম্মদ আশরাফুল, অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন,  বোলার নাহিদ রানা, অলরাউন্ডার  সৈম্য সরকার, শেখ মেহেদী হাসান, টেইলর, খুশদিল শাহ, সাইফ হাসান, এবং হেড কোচ মিকি আর্থার ও ম্যানেজমেন্ট। অনেক দর্শক-ভক্তরা, রংপুরে আর্ন্তজাতিক মানের ক্রিকেট ভেন্যু স্থাপনের দাবি করেন।

দেশের ইতিহাসে প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি বিদেশে গিয়ে ট্রফি জিতে ফিরেছে রংপুর রাইডার্স। এছাড়াও বিপিএল এ আটটি টিমে অংশ নিয়ে আটটিতে জিতেছে তারা।  পরে তারা দর্শকের ভীর ঠেলে রংপুর পুলিশ লাইন্স, সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি গিয়ে নগর জুড়ে উল্লাসে অংশ নেন তারা।

এর আগে সোমবার সকাল থেকে রংপুর রাইডার্সের প্রিয় খেলোয়াড়দের উষ্ন অভিনন্দন জানানো হাজারো ক্রিকেট প্রেমী ভিড় জমান রংপুর স্টেডিয়ামে। সকাল থেকে আসা দর্শকরা দুপুরে খেলোয়ারদের পেয়ে উচ্ছসিত হয়ে পড়েন। পরে সন্ধ্যায় এক জমকালো কর্নসাট  অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন দোলাসহ এতে সঙ্গীত পরিবেশন করবে বরণ্যে ব্যান্ড ‘এভোয়ড রাফা’।

গত বছরের ৬ ডিসেম্বরে গায়নায় গ্লোবাল সুপার লিগের ট্রফি জিতেছিল রংপুর। যেখানে পাঁচ দলের এই টুর্নামেন্টে ভিন্ন পাঁচ দেশের সেরা পাঁচ দল অংশ নিয়েছিল। ফাইনালে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে ট্রফি জিতেছিল নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। বিপিএলেও দুর্দান্ত ছন্দে আছে দলটি। জয় পেয়েছে আসরের ৮ ম্যাচেই।

মন্তব্য করুন


Link copied