আর্কাইভ  বুধবার ● ১৪ মে ২০২৫ ● ৩১ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ১৪ মে ২০২৫
কাশ্মীর সমস্যা সমাধানে পাকিস্তান-ভারতের সঙ্গে কাজ করার ঘোষণা ট্রাম্পের

কাশ্মীর সমস্যা সমাধানে পাকিস্তান-ভারতের সঙ্গে কাজ করার ঘোষণা ট্রাম্পের

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

আক্রমণের জন্য সেনা মোতায়েন করছে পাকিস্তান, দাবি ভারতের

আক্রমণের জন্য সেনা মোতায়েন করছে পাকিস্তান, দাবি ভারতের

বল এখন ভারতের কোর্টে: পাকিস্তান

যুদ্ধের দামামা
বল এখন ভারতের কোর্টে: পাকিস্তান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্রিজের নিচ থেকে ২নবজাতকের মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, রাত ১০:৪০

Advertisement

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের তালতলা বেইলি ব্রিজের নিচ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার  করা হয়েছে।
মঙ্গলবার ২১জানুয়ারী  দুপুরে ব্রিজের নিচে কুড়ায় (জলাশয়) কয়েকজন গ্রামবাসী গোসল করতে এসে পলিথিনে মোড়ানো একটি নবজাতককে ভাসতে দেখে। অদূরে পানির কিনারায় শুকনো জায়গায়  আরেকটি নবজাতকের মরদেহ দেখত পায় তারা। এ খবর ছড়িয়ে পড়লে মহদেহ দেখতে শতশত মানুষ ব্রিজের নিচে  জমা হতে থাকে। পরে  বলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিক আলী  কচাকাটা থানায় খবর দিলে বিকালে মরদেহ দুটি উদ্ধার ও সুরুতহাল করে পুলিশ।
স্থানীয়রা জানান, কয়েকজন ব্রিজের নিচের কুড়ায় (জলাশয়) গোসল করতে নেমে মরদেহ দুটি দেখতে পায়। পরে শতশত মানষ আসতে শুরু করে। বলদিয়া ইউনিয়নের পূর্ব কেদার গ্রামের সুজন মিয়া জানান, দুপুরে খবর পেয়ে কুড়ার (জলাশয়) পারে এসে দেখি একটি পূর্ব পাড়ে আরেকটি পশ্চিম পাড়ে  দুটি মরদেহ ভাসছে।
ইউপি সদস্য সিদ্দিক আলী জানান, নবজাতকদের মরদেহ দেখে মনে হচ্ছে বয়স ৫ থেকে ৬ মাস হবে। দুটি নবজাতকই কন্য । হয়তো দু্জন জমজ। কে বা কাহারা ফেলে গেছে এর তথ্য পাওয়া যায়নি।
তদন্তে আসা কচাকাটা থানার এসআই  কার্তিক চন্দ্র রায় বলেন, মরদেহ দুটির সুরতহাল শেষে ইউনিয়ন চেয়াম্যানের নিকট হস্তান্তর করা হবে। চেয়ারম্যান এগুলো কবরস্থ করবেন। পরে উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশণা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন


Link copied