নিউজ ডেস্ক: তিউনিসিয়ার মতো খাদে পড়তে যাচ্ছে কি বাংলাদেশ— আজ বণিক বার্তার প্রধান শিরোনাম এটি।
অন্তর্বর্তী সরকারের ছয় মাস পূর্ণ হতে যাওয়ায় এই সময়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে আজ বিভিন্ন গণমাধ্যম গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়ার জনগণ ২০১১ সালে স্বৈরশাসক জাইন এল আবিদিন বেন আলিকে গণঅভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করলে দেশটিতে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক কাঠামোয় পরিবর্তনের ব্যাপক আকাঙ্ক্ষা তৈরি হয়। তবে সেখানে গঠিত অন্তর্বর্তী সরকার জনতুষ্টি অর্জনেই মনোযোগী ছিল বেশি। তাতে দেশটিতে নতুন করে উসকে দেয় ঘৃণা ও সংঘাতের চর্চাকে। দেখা দেয়, দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতা।
বাংলাদেশে শেখ হাসিনার পতনে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ছয় মাস পেরোলেও এখনো আর্থসামাজিক খাতে জনআকাঙ্ক্ষাগুলো সেভাবে পূরণ হয়নি।
বিশ্লেষকদের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটা এবং অর্থনীতি পূর্ণ গতিশীল করে তোলার পরিবর্তে যেকোনো আন্দোলনের মুখে যেকোনো দাবিকে দ্রুত মেনে নেয়াসহ নানা ধরনের অকার্যকর ও অগুরুত্বপূর্ণ পদক্ষেপে সময় নষ্ট হচ্ছে বেশি।
যদিও একই সময়ে জনজীবনে নাভিশ্বাস তুলে দিচ্ছে মূল্যস্ফীতি। মূলধনের প্রবাহ কমে গিয়ে শ্লথ হয়ে পড়েছে বেসরকারি খাতের প্রবৃদ্ধি। আসছে না দেশি-বিদেশি নতুন বিনিয়োগ। বাড়ছে দারিদ্র্য ও কর্মহীনতা।
এমন পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশেও তিউনিসিয়ার মতো আত্মঘাতী জনতুষ্টিবাদ বড় ধরনের অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।