আর্কাইভ  শনিবার ● ২২ নভেম্বর ২০২৫ ● ৮ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
ঢাকা-থিম্পু দুই সমঝোতা স্মারক সই

ঢাকা-থিম্পু দুই সমঝোতা স্মারক সই

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর গুলি, আহত ১

শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, রাত ০৯:২৮

Advertisement

নিউজ ডেস্ক: জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুর জেলার সক্রিয় সদস্য। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দুই যুবক মোটরসাইকেলযোগে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি করে। আহতের নাম মোবাসের হোসেন (২৬)। তিনি নগরের হারিনাল দক্ষিণপাড়া এলাকার আলী আহমেদের ছেলে।

শিক্ষার্থীরা জানান, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষোভ জানাতে শহরের প্রধান সড়ক অবরোধ করে তারা সমাবেশ করেন। বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর পুলিশ কমিশনার নাজমুল করিম খান গতকালকের ঘটনায় দ্রুত বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে ছাত্র-জনতা অবরোধ প্রত্যাহার করে চলে যায়। একপর্যায়ে ছাত্র-জনতা আওয়ামী লীগের জেলা কার্যালয় ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ভাঙচুর করে।

কিছুক্ষণ পর শিক্ষার্থীদের একটি অংশ জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে একে অপরের কাছ থেকে বিদায় নিচ্ছিল। এ সময় মোটরসাইকেলে চড়ে দুজন দুর্বৃত্ত সেখানে আসে ও শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। গুলিটি শিক্ষার্থী মোবাসের হোসেনের ডান হাতে লাগে। তার আশপাশে থাকারা তাকে তাৎক্ষণিক শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-সদর জোন) দ্বীন-এ আলম গুলির ঘটনায় ছাত্র আহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গুলিবিদ্ধ এক শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন


Link copied