স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় এক নারী সহ তিনজন নিহত হয়েছে। সোমবার(১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) যথাক্রমে ফজলে এলাহি, আশরাফুল ইসলাম ও ফইম উদ্দিন।
সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, চলন্ত মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে আনজুয়ারা বেগম(৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। রবিবার(৯ ফেব্রুয়ারি) বিকালে আত্মীয় দাফন শেষে নিজ বাড়িতে ফেরার সময় ডিমলা সরকারি পলি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান আনজুয়ারা ও তার ছোট ভাই হাবিবুর রহমান। এলাকাবাসী তাদের উদ্ধার করে ডিমলা হাসপাতালে ভর্তি করেন। আনজুয়ারার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার(১০ ফেব্রুয়ারি) ভোরে তিনি মারা যান। নিহত আনজুয়ারা ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের মইনুদ্দিনের স্ত্রী।
অপরদিকে ওইদিন(রবিবার) বিকালে কিশোরীগঞ্জ উপজেলা বাজার থেকে বাইসাইকেলে করে নিজ বাড়ি যাওয়ার পথে থানা মোড় এলাকায় দ্রুত গতিতে পিছন দিক থেকে একটি ট্রাকের ধাক্কায় রিয়াজ উদ্দিন(৭০) নামে এক বৃদ্ধ ছিটকে পড়লে ট্রাকের চাকায় তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যায়। নিহত রিয়াজ উদ্দিন উপজেলার পুটিমারী ইউনিয়নের দক্ষিণ ভেড়ভেড়ী(ধাপের ডাঙ্গা) গ্রামের সজর উদ্দিনের ছেলে। এদিকে ঘটনার সময় স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
অন্যদিকে একইদিন রাত ৯টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওয়াহিদুজ্জামান(২৮) ঘটনাস্থলে নিহত হন। তিনি জলঢাকা উপজেলার পশ্চিম বালাগ্রামের উত্তরপাড়া গ্রামের সফিয়ার রহমানের ছেলে ও নওগাঁ জেলায় আরএফএল কোম্পানিতে ফিল্ড অফিসার হিসেবে চাকরি করতেন। সৈয়দপুরে কোম্পানির কাজে শেষ করে বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনাটি ঘটে।