আর্কাইভ  মঙ্গলবার ● ৬ মে ২০২৫ ● ২৩ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৬ মে ২০২৫

ডোমারে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১২:০০

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের পূর্ব জোড়াবাড়ি গ্রামের এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত গমির উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, তামাক ক্ষেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচ পাম্পের সংযোগ দিতে যায় কৃষক রফিকুল ইসলাম। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডোমার থানান উপ-পরিদর্শক মানিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য করুন


Link copied