নিউজ ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তরুণীর সাতটি আপত্তিকর ছবি ছড়িয়ে দাবি করা হয়েছে, এসব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুরভিত্তিক সমন্বয়ক ঈশিতা জামান ডলির ছবি। পোস্টে বলা হয়েছে, 'লাল বিপ্লবী আপনাদের সমন্বয়ক ঈশিতা জামান ডলি, যিনি ফরিদপুর বোয়ালমারীর মাটি থেকে নেতৃত্ব দিতেন। হয়তো এই ছবি ভাইরাল হওয়ার পর তিনি সমন্বয়ক কমিটির বিছানায় নেতৃত্ব দেবেন।'
ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ছবিগুলো মোটেই ঈশিতা জামান ডলির নয়। বরং এগুলো ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাভিত্তিক মডেল পায়েল মন্ডলের।
তদন্তে দেখা গেছে, পোস্টগুলোতে ছবির প্রকৃত উৎস সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য দেয়া হয়নি। পরে রিভার্স ইমেজ সার্চ চালিয়ে দেখা যায়, ছবিগুলো বিভিন্ন সময়ে পায়েল মন্ডলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে। আরও যাচাই-বাছাই করে দেখা গেছে, ছবিগুলো পায়েল মন্ডলের অন্যান্য ছবি ও ভিডিওর সঙ্গে মিল রয়েছে।
পরে পায়েল মন্ডলের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখা যায়, তিনি ভারতের কলকাতাভিত্তিক একজন মডেল ও ইনফ্লুয়েন্সার। তার অ্যাকাউন্টের অ্যাবাউট সেকশন পর্যবেক্ষণেও নিশ্চিত হওয়া গেছে, এটি ভারত থেকেই পরিচালিত হচ্ছে।
এছাড়া, ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি নেই এবং ঈশিতা জামান ডলি নামে কোনো সমন্বয়কের অস্তিত্ব গণমাধ্যমে পাওয়া যায়নি।
ভারতীয় মডেল পায়েল মন্ডলের ছবি উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করে ঈশিতা জামান ডলির নামে ভুয়া প্রচার চালানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।