স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে ফ্রি ফিজিওথেরাপী ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী জেলা শহরে অবস্থিত আশা ফিজিওথেরাপী সেন্টারে ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা আশার প্রতিষ্ঠাতা মরহুম সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যাম্পের আয়োজন করে সংস্থাটি।
বুধবার(১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, আশার জেষ্ঠ জেলা ব্যবস্থাপক নজরুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক মোতাহার হোসেন, ফিজিথেরাপিস্ট সৈয়দা জান্নাতুল ফেরদৌস ও এসএম এ শামীম।
উদ্বোধন শেষে সেখানে আশার প্রতিষ্ঠাতা মরহুম সফিকুল হক চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
আশার নীলফামারী শাখা ব্যবস্থাপক মো. নুরুজ্জামান জানান, ক্যাম্পে দিনব্যাপী আগত সেবাগ্রহিতাদের পরামর্শ, বিনামূল্যে ফিজিওথেরাপি ও সংশ্লিস্ট উপকরণ বিতরণ করা হয়েছে।