নিউজ ডেস্ক: আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরো ৩৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার বিকাল থেকে আজ বিকাল) এ অভিযানের সময় ৩৮৯ জনকে গ্রেফতার করা ছাড়াও দুটি দেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র দুটো হলো দেশী পাইপ গান ও দেশী কুড়াল। পুলিশ সদর দপ্তর জানায়, অপারেশন ডেভিল হান্টের বাইরে বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় ৭৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে একদিনে মোট ১ হাজার ১৪০ জনকে গ্রেফতার করা হলো।