আর্কাইভ  শনিবার ● ৩ মে ২০২৫ ● ২০ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ৩ মে ২০২৫
দিনাজপুরের পুলিশ সুপার

পুলিশ হবে জনগণের পুলিশ

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১০:৩৮

Advertisement

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, আগের পুলিশ ছিল হাসিনার পুলিশ আর এখনকার পুলিশ হবে জনগণের পুলিশ।

শনিবার মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৫ বছরে কী হয়েছে আপনার যেমন জানেন, আমিও জানি। বিগত ফ্যাসিস্ট সরকার এই পুলিশকে ব্যবহার করেছে। আমি যতদিন দিনাজপুরে থাকব এই পুলিশ হবে জনগণের পুলিশ। আপনারা নিশ্চিত থাকেন আমি জেলার পুলিশ সুপার হিসেবে বলছি, কোনো রাজনৈতিক দল বা সরকার পুলিশকে আর ব্যবহার করতে পারবে না। এই জেলায় এটা হবে না, এটা লিখে রাখতে পারেন।

তিনি বলেন, বিগত সরকার ছিল গায়েবি মামলাবাজ সরকার। এখন যদি এই এলাকায় ৩২৩,৩২৫ বা ৩২৬ এর কোন ঘটনা ঘটে, ধরেন সেটা ৪/৫জন ঘটিয়েছে। আপনি মামলা দিলেন ৫০৫ জনের নামে। তাহলে ওই ফ্যাসিস্ট সরকারের মামলার হয়রানি আর এখনকার মামলার হয়রানির মধ্যে কোনো পার্থক্য থাকলো? একই কাজ যদি আপনি করেন তাহলে হাসিনা আর আপনার মধ্যে পার্থক্য কি হল?

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মুহিব্বুল এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (দিনাজপুর সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন।

এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসনে ট্র্যাফিক ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যা সমাধানে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সুধীজন, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠানে সচেতন নাগরিক, সাংবাদিক ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


Link copied