আর্কাইভ  মঙ্গলবার ● ৬ মে ২০২৫ ● ২৩ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৬ মে ২০২৫

ইরানের পরমাণু ইস্যুতে ‘কূটনৈতিক তৎপরতা’ অব্যাহত রাখার আহ্বান রাশিয়ার

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, বিকাল ০৭:৫৩

Advertisement

নিউজ ডেস্ক:  ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ‘কূটনৈতিক তৎপরতা’ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। 

পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে রাশিয়া, ইরান ও চীনের কূটনীতিকদের মধ্যে আলোচনা চলছে। এরই মধ্যে শুক্রবার ক্রেমলিন এ আহ্বান জানায়। 

ইরানের পরমাণু ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ উল্লেখ করে এর নিন্দা জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। 

তিনি সাংবাদিকদের বলেন, ‘এই সমস্যা সমাধানের জন্য আরো কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া প্রয়োজন।’

এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সাথে আলোচনার আহ্বান বিশ্ব জনমতকে প্রতারিত করার প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন। 

খামেনি বলেছেন, ইরানকে যুক্তরাষ্ট্র এমন একটি দেশ হিসেবে দেখাতে চায় যে তারা আলোচনার টেবিলে বসতে রাজি নয়।

খামেনি বলেছেন, আমরা বছরের পর বছর ধরে বসে আলোচনা করেছি। এই একই ব্যক্তি (ডোনাল্ড ট্রাম্প) টেবিল থেকে তা ছুঁড়ে ফেলেছে। স্বাক্ষরিত আলোচনা ছুঁড়ে ফেলেছে।

সূত্র : আল-জাজিরা

মন্তব্য করুন


Link copied