আর্কাইভ  শুক্রবার ● ২ মে ২০২৫ ● ১৯ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ২ মে ২০২৫

ঈদের ছুটিতে বিয়ের হিড়িক, এক জেলাতেই তিন শতাধিক বিয়ে

শনিবার, ৫ এপ্রিল ২০২৫, দুপুর ০৪:২৮

Advertisement

নিউজ ডেস্ক:  ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফিরেছেন সবাই। আর টানা ছুটিতে আত্মীয়স্বজনকে একসঙ্গে পাওয়ার সুযোগে নীলফামারীর সৈয়দপুরে বিয়ের ধুম পড়েছে। শহর থেকে গ্রাম, সর্বত্র বাজছে বিয়ের সানাই। গত তিন দিনে শুধু সৈয়দপুর উপজেলায় তিন শতাধিক বিয়ে সম্পন্ন হয়েছে। একই সময়ে বিয়ের আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও ব্যস্ত সময় পার করছে।

সৈয়দপুর শহরের কমিউনিটি সেন্টার, বিয়ে নিবন্ধনকারী, বিউটি পারলারসহ অন্যান্য সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাসের কারণে মুসলিম পরিবারে ঈদের আগে বিয়ের আয়োজন তেমন হয়নি। তবে ঈদের দুদিন পর, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত, সৈয়দপুরে তিন শতাধিক বিয়ে সম্পন্ন হয়েছে। প্রতিবছর এই সময়ে আত্মীয়স্বজন ও চাকরিজীবীরা গ্রামের বাড়িতে অবস্থান করায় অনেকে বিয়ের জন্য এই সময়টিকেই বেছে নেন।

এদিকে একসঙ্গে এত বিয়ের আয়োজন হওয়ায় বিউটি পার্লারগুলোও ব্যস্ত হয়ে উঠেছে। শহরের দারুল উলুম মোড়ে অবস্থিত রূপ এডিশন বিউটি পার্লারের মালিক কোহিনুর লিপি  জানান, আমাদের এক দিনে তিন থেকে চারটি বউ সাজাতে হচ্ছে। শহরের বাইরে যারা বিয়ে করছেন, তাদের বরযাত্রীদের মেকআপও আমরা করছি।

সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের বাবুল হোসেন বলেন, মেয়ের বিয়ে উপলক্ষ্যে তিন দিন চেষ্টা করেও ডেকোরেটরের সামগ্রী ভাড়া পাইনি। পরে বাধ্য হয়ে নিজেই কম দামে কাপড় কিনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছি।

ড্রিমপ্লাস হোটেল অ্যান্ড রিসোর্টের স্বত্বাধিকারী তৌহিদার রহমান বলেন, আগামী ১০ দিন পর্যন্ত বিয়ের অনুষ্ঠান নিয়ে বুকিং রয়েছে। এখানে দিনে এবং রাতে আলাদা বুকিং দেওয়া হচ্ছে। কিছু অতিথি দিনে-রাতে একসঙ্গে বুকিং নিয়েছেন।

বিয়ে নিবন্ধনকারী (কাজি) সাইদুল ইসলাম বলেন, অভিভাবকেরা এখন সরকারি ছুটির সুবিধা নিয়ে ছেলেমেয়ের বিয়ে করার জন্য এই সময়টিকেই বেছে নিচ্ছেন। গত তিন দিনে আটটি বিয়ে নিবন্ধন করেছি। তবে অনেক বরের বিয়ে শহরের বাইরে হওয়ায় তাদের রেজিস্টার আমার কাছে থাকে না।

মন্তব্য করুন


Link copied