স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জেলার ডোমার উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মিজান আহমেদ(৬০) নামে এক শিক্ষককে আটক করে গণধোলাইয়ের পর ডোমার থানা পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার গোমনাতী মডেল স্কুল চত্বরে এ ঘটনা ঘটে। উক্ত শিক্ষক উক্ত স্কুলের অধ্যক্ষ বলে জানা গেছে। শিশু ছাত্রীটি ওই স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ে। আটক শিক্ষক উপজেলার বামুনিয়া গ্রামের শামছুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ওই শিক্ষক তার অফিস রমে ওই ছাত্রীকে ডেকে এনে যৌন হয়রানী করে। বিষয়টি ছাত্রী মেনে নিতে পারেনি। সে স্কুল ছুটির পর বাড়ি গিয়ে পরিবারের কাছে বিষয়টি জানায়। শুক্রবার(১৮ এপ্রিল) স্কুল বন্ধ থাকায় শনিবার ওই শিক্ষক স্কুলে এলে পরিবারের সদস্য সহ এলাকার ছাত্র জনতা স্কুল ঘেরাও করে ফেলে। এরপর বিভিন্ন রং এনে শিক্ষককে মাখিয়ে গণধলাই দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নেয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল ইসলাম জানান, এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষে অভিযোগ দিয়েছে। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।