আর্কাইভ  বুধবার ● ২০ আগস্ট ২০২৫ ● ৫ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২০ আগস্ট ২০২৫
দুদকের মামলায় সাজার হার কমছে, বাড়ছে খালাস

দুদকের মামলায় সাজার হার কমছে, বাড়ছে খালাস

ফেব্রুয়ারির ভোটে সংশয় দেখছে না বিএনপি

ফেব্রুয়ারির ভোটে সংশয় দেখছে না বিএনপি

নজিরবিহীন লুটপাট ‘ভঙ্গুর’ ব্যাংক খাত

হাসিনার সাড়ে ১৫ বছরে ঋণ কেলেঙ্কারি-পাচার
নজিরবিহীন লুটপাট ‘ভঙ্গুর’ ব্যাংক খাত

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনের আড়ালে সমন্বয়কদের চাকুরি!

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনের আড়ালে সমন্বয়কদের চাকুরি!

৫ মাস পর ফের চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচল শুরু

বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, রাত ১০:৩৫

Advertisement Advertisement

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম: দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বহষ্পতিবার বেলা ১২টা থেকে এই রুটে ফেরি চলাচল শুরু হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পারেশনের (বিআইডব্লিউটিএ) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রফুল্ল চৌহান বলেন, নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। নদের পানি বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার(২২মে)  দুপুর থেকে ফেরি কুঞ্জলতা যানবাহন ও যাত্রী নিয়ে রৌমারী ঘাটের উদ্দ্যেশে ছেড়ে যায়। এরমধ্যে দিয়ে দীর্ঘ বিরতির পর এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হল।

এদিকে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রী ও পরিবহন শ্রমিকরা সস্তোষ প্রকাশ করেছেন। ফেরি বন্ধ থাকায় শুধু যাত্রীরাই নয়, ভোগান্তিতে  পড়েছিল রংপুর, লালমনিরহাট, নীলফামারীর পণ্য পরিবহনকারীরাও।

কুড়িগ্রাম থেকে আসা ট্রাকচালক সানােয়ার হোসেন বলেন, ‘ফেরি চালু হওয়ার অনেক স্বস্তি লাগছে। ফেরি পথে সময় ও অর্থ দুটােই সাশ্রয় হয়।  
গত বছরের ২৩ ডিসেম্বরে এই নৌপথে নাব্যতা সংকট দেখিয়ে ফেরি চলাচল বন্ধ করা হয়। ব্রহ্মপুত্র নদের নাব্যতা সংকট কাটাতে ড্রেজিং করেও কােন সুফল মিলছিল না, এজন্য নদী খননের কাজ বন্ধ রেখেছিল বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএর ড্রেজিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, ব্রহ্মপুত্র নদের গতিপথ প্রতিনিয়ত বদলায়। ড্রেজিং করার পরদিনই ফের উজানের পানির তোড়ে নদীর তল ভরাট হয়ে যায়। তাই ড্রেজিং বন্ধ রাখা হয়েছিল। নদের পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

মন্তব্য করুন


Link copied