আর্কাইভ  সোমবার ● ৬ অক্টোবর ২০২৫ ● ২১ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

দিনাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

দিনাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

হাট ইজারায় বিএনপি-জামায়াত-এনসিপি মিলেমিশে একাকার

সোমবার, ২ জুন ২০২৫, রাত ০৮:৪০

Advertisement

নিউজ ডেস্ক:  রাজধানীর দুই সিটি করপোরেশন—ঢাকা দক্ষিণ (ডিএসসিসি) ও ঢাকা উত্তর (ডিএনসিসি)—এ বছর কোরবানির পশুর হাটের ইজারা কার্যক্রম চূড়ান্ত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার এসব হাটের দায়িত্ব পাচ্ছেন মূলত বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘনিষ্ঠ ব্যক্তিরা।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, বিগত সরকারের আমলে পশুর হাটগুলোর ইজারা আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর হাতে থাকলেও, এবার পরিস্থিতি ভিন্ন। গত বছরের ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যাওয়ায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পলাতক এবং কার্যক্রম সক্রিয় রাজনীতি থেকে দূরে রয়েছেন। ফলে তারা এ বছর হাট ইজারায় অংশগ্রহণ করতে পারেননি।

এমন পরিস্থিতিতে রাজধানীর অধিকাংশ হাটের ইজারা যাচাই-বাছাই ছাড়াই বিএনপি, জামায়াত ও এনসিপির পছন্দের ইজারাদারদের হাতে চলে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সিটি করপোরেশনের একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, দলীয় সুপারিশ ও রাজনৈতিক প্রভাব বিবেচনায় নিয়েই অধিকাংশ হাটের ইজারা প্রদান করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, কোরবানির হাট একটি বড় অর্থনৈতিক খাত এবং এর নিয়ন্ত্রণ রাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের একটি মাধ্যম হিসেবেও বিবেচিত হয়ে থাকে। ফলে এখানে ক্ষমতার পালা বদল সরাসরি প্রতিফলিত হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসি ও ডিএনসিসির কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। তবে অনানুষ্ঠানিকভাবে তারা স্বীকার করেছেন যে রাজনৈতিক প্রভাব এবারের হাট ইজারা প্রক্রিয়ায় বড় ভূমিকা রেখেছে।

সুশাসনের দাবিতে কাজ করা সংগঠনগুলো বলছে, হাট ইজারার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে ভবিষ্যতে নগরবাসী নানা ভোগান্তির শিকার হতে পারে।

মন্তব্য করুন


Link copied