আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুরের পীরগাছায় একমাসে ১২টি ট্রান্সফরমার চুরি

রংপুরের পীরগাছায় একমাসে ১২টি ট্রান্সফরমার চুরি

৪৯তম বিসিএসের প্রশ্নে শহীদ আবু সাঈদ, আলোচিত ‘আয়নাঘর’

৪৯তম বিসিএসের প্রশ্নে শহীদ আবু সাঈদ, আলোচিত ‘আয়নাঘর’

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পার্বতীপুরে পুকুরে ডুবে খালা ভাগনি দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, রাত ০৯:০০

Advertisement

পার্বতীপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদের সামনের পুকুরে গোসল করতে গিয়ে মাশফিয়া আক্তার মিম (৯) ও আছিয়া আক্তার (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। উপজেলা পরিষদ চত্বরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

জানান যায়, নিহত দুই শিশু হলো উপজেলার পশ্চিম হুগলিপাড়া গ্রামের মোশারফ হোসেন মেয়ে মুশফিকা আক্তার মিম (৯) মাতা লাবলী বেগম ও অতাউর রহমানের মেয়ে আছিয়া আক্তার (৮) মাতা মাসুদা বেগম তারা দুজনেই একই এলাকার বাসিন্দা খালা ভাগনি ও খেলার সাথী ছিল। দুইজনে আনোয়ারুল উলুম কিন্ডারগার্টেন মাদ্রাসা একজন দ্বিতীয় শ্রেণি অপরজন প্রথম শ্রেণি পড়ুয়া ছাত্রী।

স্থানীয়রা জানান, দুপুরে খেলাধুলার একপর্যায়ে তারা পাশের পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর পানির মধ্যে তাদের সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ জাগে। পরে এলাকাবাসীর সহায়তায় পুকুরে খোঁজ শুরু করে পরে তাদের ১.৩০ মিনিটে উদ্ধার করা হয়। অবস্থার অবনতি দেখে দ্রুতই তাদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ল্যাম্প হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দুঃখজনকভাবে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। শিশু দুটি ছিল পরিবারের একমাত্র আদরের ধন। তাদের এমন করুণ মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন এবং প্রতিবেশীরা বাকরুদ্ধ হয়ে পড়েন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামে নেমে এসেছে বিষাদের ছায়া।

মন্তব্য করুন


Link copied