আর্কাইভ  বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫ ● ২৬ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫
ভোটের পর উত্তেজনা, মোড়ে মোড়ে অবস্থান নিচ্ছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা

ভোটের পর উত্তেজনা, মোড়ে মোড়ে অবস্থান নিচ্ছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা

ডাকসুর ফল ঘোষণা ঘিরে ক্যাম্পাস থমথমে, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ডাকসুর ফল ঘোষণা ঘিরে ক্যাম্পাস থমথমে, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ডাকসু নির্বাচনের ভোট গণনা নিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর হুঁশিয়ারি

ডাকসু নির্বাচনের ভোট গণনা নিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর হুঁশিয়ারি

জামায়াত-শিবির ঢাবি ঘিরে ফেলেছে— প্রক্টরকে ছাত্রদল সভাপতি

জামায়াত-শিবির ঢাবি ঘিরে ফেলেছে— প্রক্টরকে ছাত্রদল সভাপতি

মনে হলো, বিছানায় কেউ আমাকে চেপে ধরছে: সোনাক্ষী

সোমবার, ২৩ জুন ২০২৫, বিকাল ০৭:৫৬

Advertisement

নিউজ ডেস্ক:  ‘দবাং গার্ল’ হিসেবে দর্শকের মনে জায়গা করে নেওয়া সোনাক্ষী সিনহার জীবনেও ঘটেছে এমন এক ঘটনা, যা কাঁপিয়ে দিয়েছে তাঁর ভিতর পর্যন্ত। আর তা ঘটেছে কোথায় জানেন? নিজের বাড়ির মধ্যেই—যেখানে মানুষ সবচেয়ে নিরাপদ বলে মনে করে।

নতুন হরর-থ্রিলার সিনেমা ‘নিকিতা রায়’-এর প্রচারে এসে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন সোনাক্ষী। অকপটে বললেন, “ভূতপ্রেতে এক সময় বিশ্বাস করতাম না। কিন্তু ওই রাতটার পর থেকে মনে হয়, হয়তো কিছু আছে।”

ঘটনাটা ঘটেছিল গভীর রাতে। সোনাক্ষীর ভাষায়, “রাত তখন প্রায় ৪টা। আধো ঘুমে ছিলাম, হঠাৎ মনে হল কেউ যেন আমাকে জাগাতে চাইছে। তারপর অনুভব করলাম, আমার শরীরে একটা ভার—যেন কেউ বসে রয়েছে। ভয়ে একদম হিম হয়ে গিয়েছিলাম, নড়তে পর্যন্ত পারিনি। চোখ খোলার সাহস হয়নি। আলো ফোটার আগে পর্যন্ত চোখ বন্ধ রেখেই শুয়ে ছিলাম।”

এই অভিজ্ঞতা তাঁকে নাড়িয়ে দেয়। তবে এখানেই থেমে যাননি সোনাক্ষী। পরদিন রাতে সাহস সঞ্চয় করে মুখোমুখি হন সেই ‘অজানা সত্তা’-র। “আমি জোরে বলেছিলাম—‘যে এসেছিলে, প্লিজ আর এসো না।’ আর তারপর থেকে এমন কিছু আর ঘটেনি। হয়তো সত্যিই কোনও নিরীহ ভূত ছিল,”—হাসতে হাসতে বললেন অভিনেত্রী।

এই ব্যক্তিগত অভিজ্ঞতার পাশাপাশি পেশাগত জীবনেও দুর্দান্ত সময় কাটাচ্ছেন সোনাক্ষী। সম্প্রতি সঞ্জয় লীলা বনশালির ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’-তে ফারিদান চরিত্রে তাঁর পারফরম্যান্স প্রশংসিত হয়েছে সর্বত্র। এবার ভাই কুশ সিনহার পরিচালনায় আসছে নতুন হরর থ্রিলার ‘নিকিতা রায়’, যা মুক্তি পাবে প্রেক্ষাগৃহে ২৭ জুন ২০২৫।

এছাড়া নিজের ব্যক্তিগত জীবনেও চর্চায় রয়েছেন সোনাক্ষী। ২০২৪ সালের জুনে অভিনেতা জহির ইকবালকে বিয়ে করেন তিনি। এরপরই বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাট ২২.৫ কোটি টাকায় বিক্রি করে দেন, যা নিয়েও কম চর্চা হয়নি বলিউডপাড়ায়।

মন্তব্য করুন


Link copied