আর্কাইভ  শনিবার ● ২২ নভেম্বর ২০২৫ ● ৮ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

যে কারণে কিছু মানুষ ভূমিকম্প টের পান না

যে কারণে কিছু মানুষ ভূমিকম্প টের পান না

মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থী রাফিউলের

মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থী রাফিউলের

যার মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট

যার মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট

নীলফামারী জেলা আইনজীবী সমিতির বাজেট অধিবেশন অনুষ্ঠিত

সোমবার, ৩০ জুন ২০২৫, রাত ১২:০০

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী আইনজীবী সমিতির ২০২৫-২৬ অর্থ বছরের সম্ভাব্য বাজেট উপস্থাপন করা হয়েছে। এতে তিন কোটি ২১ লাখ ৫৮ হাজার ৬০০ টাকা সম্ভব্য আয় ধরা হয়েছে। ব্যায় ধরা হয় এক কোটি ৬৫লাখ ৯০ হাজার ৪০০ টাকা। এছাড়াও উদ্বৃত্ত অর্থ কল্যাণ তহবিলে জমা হবে বাজেট অধিবেশনে জানানো হয়। 
সোমবার(৩০ জুন) দুপুর আড়াইটার দিকে জেলা আইনজীবী সমিতির হলরুমে জেলা আইনজীবী সমিতির সভাপতি আলফারুক আব্দুল লতিফ সভাপতিত্বে এ বাজেট পেস করেন সমিতির কোষাধ্যক্ষ আসাদুজ্জামান খান রিনো। 
সমিতির সভাপতি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ বাজেটের উপর সমাপনী বক্তব্য প্রদানকালে সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক সম্বলিত বাজেট অনুমোদনের জন্যে প্রস্তাব করলে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে করতালির মাধ্যমে প্রস্তাবিত বাজেট পাশ বলে অনুমোদিত ও গৃহীত হয়। 
অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তৃতা দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিনিয়র আইনজীবী মিজানুর রহমান চৌধুরী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ সোয়েম, জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান খান রিনো প্রমুখ। অধিবেশন পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সজীব। 
অধিবেশনে জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান ইমাম সোহেল, লাইব্রেরী সম্পাদক আনিছুর রহমান আজাদ, ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুজুর আলী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন


Link copied