আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫ ● ৯ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
সরকার নির্ধারিত জায়গায় দাফন করতে কেউ সম্মত হননি

মাইলস্টোন ট্রাজেডি
সরকার নির্ধারিত জায়গায় দাফন করতে কেউ সম্মত হননি

বিকৃত ৬ লাশ শনাক্তে ১১ জনের ডিএনএ সংগ্রহ

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত
বিকৃত ৬ লাশ শনাক্তে ১১ জনের ডিএনএ সংগ্রহ

‘উদ্ধারকাজে যোগ দিলেও বুঝিনি আমার ভাতিজিও সেখানে ছিল’

‘উদ্ধারকাজে যোগ দিলেও বুঝিনি আমার ভাতিজিও সেখানে ছিল’

মাইলস্টোন স্কুলের সেই ভবনের ওপর দিয়ে আবারও উড়ছে বিমান

স্কুলটির অবস্থান নিয়ে প্রশ্ন
মাইলস্টোন স্কুলের সেই ভবনের ওপর দিয়ে আবারও উড়ছে বিমান

সমালোচনার মুখে পূর্ণিমা দাসের পোস্ট শেয়ার করে ‘মুছে ফেললেন’ তিশা

বুধবার, ২৩ জুলাই ২০২৫, রাত ১০:২৭

Advertisement

নিউজ ডেস্ক: গত সোমবার রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহতদের সংখ্যার সঠিক তথ্য দিচ্ছে না সরকার, এমন অভিযোগে সরগরম নেটদুনিয়া। এরইমধ্যে লাশের সংখ্যা নিয়ে তৈরি হওয়া জটিলতা আরও দীর্ঘ করলেন মাইলস্টোন স্কুলের আগুনে পুড়ে যাওয়া হায়দার আলী ভবনের শিক্ষিকা পূর্ণিমা দাস। দীর্ঘ স্ট্যাটাসে তিনি দাবি করেছেন লাশের সংখ্যা গোপন করার তথ্যটি ভুল।

মাইলস্টোন স্কুলের শিক্ষিকার পোস্টটি নিজের ফেসবুকে ভাগ করে নিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারা। ওই পোস্টটি নিজের ফেসবুকে ভাগ করে নেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মুহূর্তে তা সমালোচনার জন্ম দেয়। হা-হা রিয়্যাক্ট আর নেটিজেনদের কড়া সমালোচনার আসতে থাকে মন্তব্য ঘরে। নেটিজেনদের তোপের মুখে পোস্টটি করার এক ঘণ্টা পর অভিনেত্রীর টাইমলাইনে খুঁজে পাওয়া যায়নি।

 
বুধবার (২৩ জুলাই) সকালে মাইলস্টোন কলেজের শিক্ষিকা পূর্ণিমা দাস নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ভুল তথ্য ছড়াবেন না।’ লাশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন সেই শিক্ষিকা। সেই পোস্ট শেয়ার করেছেন রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও।

অভিনেত্রী তিশাকেও শেয়ার করতে দেখা যায় পোস্টটি। তবে ঘণ্টাখানেকের মধ্যেই পোস্টটি ডিলিট করে দেন তিনি। এর আগে একের পর এক নেতিবাচক মন্তব্য দেখা যায় অভিনেত্রীর সেই পোস্টে। ধারনা করা হচ্ছে, নেতিবাচক কমেন্টের কারণেই পোস্টটি ডিলিট করেছেন তিশা।

অন্যদিকে পূর্ণিমা দাসের সেই পোস্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আরেক অভিনেত্রী সাদিয়া আয়মান। পূর্ণিমা দাসের বক্তব্যের সঙ্গে একমত হতে পারছেন না সাদিয়া আয়মান। বরং বিরক্তি প্রকাশ করেছেন তিনি। অভিনেত্রীর মতে, পূর্ণিমা দাসের স্ট্যাটাসটি ঘটনার সঙ্গে মিলছে না। বরং সন্দেহের সৃষ্টি করছে।

অনেক প্রত্যক্ষদর্শীর বর্ণনার বাইরে গিয়ে তথ্য তুলে ধরায় সেই পোস্টে বিরক্তি প্রকাশ করেছেন সাদিয়া আয়মান। দায়িত্বরতদের কর্মকাণ্ড নিয়ে সাদিয়া আয়মান প্রশ্ন তোলেন যে, এখনো অনেক পরিবার তাদের সন্তানের সন্ধান পাচ্ছে না, সেগুলোর হদিস কে দেবে? লাশ পরিবারের কাছে তুলে দেওয়া শিক্ষক বা স্কুলের দায়িত্ব না, এটা যাদের দায়িত্ব তাদের কর্মকাণ্ডই বেশ সন্দিহান বলে মন্তব্য করেন অভিনেত্রী। সাদিয়া আয়মানের সেই পোস্টটিও ব্যাপক আলোচনায় উঠে আসে।

মন্তব্য করুন


Link copied