নিউজ ডেস্ক:
সাতক্ষীরার সদর উপজেলার মাগুরা বীনেরপোতা এলাকার স্কুলছাত্রী মন্দিরা দাস নিখোঁজ হওয়ার ৩৬ দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি। ১৬ বছর বয়সী এই কিশোরীকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের দাবি।
বিজ্ঞাপন
মন্দিরার পরিবার জানায়, গত ১৮ জুন সন্ধ্যায় বাড়ির সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় স্থানীয় যুবক দীপ্ত অপু। দীপ্তের বিরুদ্ধে আগেও উত্ত্যক্ত করার অভিযোগ ছিল।
মন্দিরার বাবা বাসুদেব দাস বলেন, দীপ্ত অনেক দিন ধরে আমার মেয়েকে উত্ত্যক্ত করত। আমরা স্থানীয়ভাবে কয়েকবার বিচার চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সে আমার মেয়েকে অপহরণ করেছে।
বিজ্ঞাপন
২০ জুন মন্দিরার পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করতে গেলে পুলিশ সেটি না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেয়। পরে আদালতের নির্দেশে ৪ জুলাই সদর থানা মামলাটি গ্রহণ করে।
মন্দিরার মা বিশিখা রানী দাস বলেন, আমরা অনেক জায়গায় গেছি, প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কিন্তু এখনো মেয়েকে খুঁজে পাওয়া যায়নি। আমরা জানি না, সে বেঁচে আছে কি না। একজন আসামি গ্রেপ্তার হলেও অন্যরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহিল আরিফ নিশাত বলেন, মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে কাজের চাপ থাকায় কিছুটা দেরি হচ্ছে। আশা করছি, দ্রুত উদ্ধার সম্ভব হবে।