নিজস্ব প্রতিবেদক: রবিবার (২৭ জুলাই) বিকেলে রংপুর স্টেডিয়ামে লোগো উন্মোচন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য তৌহিদুর রহমান, শেখ রেজোয়ান, ফারহান তানভীর ফাহিম, ক্রীড়া সংগঠক মঞ্জুর আহমেদ আজাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমতিয়াজ আহমেদ ইমতিসহ অন্যরা। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২৮ জুলাই থেকে এ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। এতে জেলার ৮ উপজেলার ৮টি ফুটবল দল অংশ নেবে। উদ্বোধনী দিনে বিকেল ৪টায় রংপুর সদর উপজেলা দলের মুখোমুখি হবে কাউনিয়া উপজেলা দল। ফুটবলপ্রেমীদের জন্য সম্প্রতি টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে। জেলার মোট ৮টি উপজেলা দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
গ্রুপ পরিচিতি:
গ্রুপ-এ: পীরগঞ্জ উপজেলা, তারাগঞ্জ উপজেলা, গংগাচড়া উপজেলা, এবং মিঠাপুকুর উপজেলা।
গ্রুপ-বি: কাউনিয়া উপজেলা, সদর উপজেলা, পীরগাছা উপজেলা, এবং বদরগঞ্জ উপজেলা।
খেলার পূর্ণাঙ্গ সময়সূচি:
টুর্নামেন্টের সকল ম্যাচ বিকেল ৪ ঘটিকায় শুরু হবে।
২৮/০৭/২০২৫: সদর উপজেলা বনাম কাউনিয়া উপজেলা (ভেন্যু: রংপুর স্টেডিয়াম)
২৯/০৭/২০২৫: বদরগঞ্জ উপজেলা বনাম পীরগাছা উপজেলা (ভেন্যু: উপজেলা মিনি স্টেডিয়াম, গংগাচড়া)
৩০/০৭/২০২৫: পীরগঞ্জ উপজেলা বনাম তারাগঞ্জ উপজেলা (ভেন্যু: রংপুর স্টেডিয়াম)
৩১/০৭/২০২৫: গংগাচড়া উপজেলা বনাম মিঠাপুকুর উপজেলা (ভেন্যু: কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ)
০২/০৮/২০২৫: কাউনিয়া উপজেলা বনাম পীরগাছা উপজেলা (ভেন্যু: শঠিবাড়ি ডিগ্রি মহাবিদ্যালয় মাঠ, মিঠাপুকুর)
০৩/০৮/২০২৫: বদরগঞ্জ উপজেলা বনাম সদর উপজেলা (ভেন্যু: উপজেলা মিনি স্টেডিয়াম, গংগাচড়া)
০৫/০৮/২০২৫: পীরগঞ্জ উপজেলা বনাম গংগাচড়া উপজেলা (ভেন্যু: কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ)
০৬/০৮/২০২৫: তারাগঞ্জ উপজেলা বনাম মিঠাপুকুর উপজেলা (ভেন্যু: উপজেলা মিনি স্টেডিয়াম, গংগাচড়া)
০৮/০৮/২০২৫: পীরগাছা উপজেলা বনাম সদর উপজেলা (ভেন্যু: শঠিবাড়ি ডিগ্রি মহাবিদ্যালয় মাঠ, মিঠাপুকুর)
০৯/০৮/২০২৫: কাউনিয়া উপজেলা বনাম বদরগঞ্জ উপজেলা (ভেন্যু: শঠিবাড়ি ডিগ্রি মহাবিদ্যালয় মাঠ, মিঠাপুকুর)
১০/০৮/২০২৫: পীরগঞ্জ উপজেলা বনাম মিঠাপুকুর উপজেলা (ভেন্যু: কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ)
১২/০৮/২০২৫: তারাগঞ্জ উপজেলা বনাম গংগাচড়া উপজেলা (ভেন্যু: রংপুর স্টেডিয়াম)
সেমিফাইনাল:
১৪/০৮/২০২৫: এ গ্রুপ চ্যাম্পিয়ন বনাম বি গ্রুপ রানার্স আপ (ভেন্যু: রংপুর স্টেডিয়াম)
১৫/০৮/২০২৫: বি গ্রুপ চ্যাম্পিয়ন বনাম এ গ্রুপ রানার্স আপ (ভেন্যু: রংপুর স্টেডিয়াম)
ফাইনাল:
১৮/০৮/২০২৫: প্রথম সেমিফাইনালের বিজয়ী দল বনাম দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল (ভেন্যু: রংপুর স্টেডিয়াম)
এই টুর্নামেন্টকে ঘিরে জেলার ক্রীড়ামোদী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।