আর্কাইভ  বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫ ● ১৬ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫
একনেকের ৮ হাজার কোটি টাকার প্রকল্পে

উপেক্ষিত রংপুর

সোমবার, ২৮ জুলাই ২০২৫, দুপুর ০৪:১৮

Advertisement

মোঃ পারভেজ হাসান
 
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গতকাল রবিবার ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। এসব প্রকল্পে ঢাকাসহ অন্যান্য বিভাগ স্থান পেলেও রংপুর বিভাগের কোনো প্রকল্প অনুমোদিত হয়নি।
 
একনেক সভায় অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে রয়েছে ছয়টি নতুন, চারটি সংশোধিত এবং ব্যয় বৃদ্ধি ছাড়া মেয়াদ বৃদ্ধির দুটি প্রকল্প। এসব প্রকল্পে বরাদ্দ হয়েছে শিক্ষা, অবকাঠামো, যোগাযোগসহ বিভিন্ন খাতে, কিন্তু রংপুরের জন্য কোনো ধরনের উন্নয়ন পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়নি।
 
উত্তরবঙ্গের শিক্ষার বাতিঘর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত প্রায় ১,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট দফতরে বিবেচনার জন্য জমা থাকলেও তা একনেক সভায় উপস্থাপিত হয়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোঃ ইউনুস এবং আরও কয়েকজন উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ও রংপুর সফর করে উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন।
 
অন্যদিকে এই সভায় ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন’ প্রকল্পে ২ হাজার ৮৪০ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও বিভিন্ন একাডেমিক সুবিধা উন্নত করা হবে।
 
রংপুর সিটি কর্পোরেশনও এবারের জাতীয় বাজেটে বরাদ্দ থেকে পুরোপুরি বাদ পড়েছে। উন্নয়নশূন্য এই বরাদ্দ পরিস্থিতি স্থানীয়দের মধ্যে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। তারা বলছেন, একটি স্বাধীন দেশে এ ধরনের বৈষম্য মেনে নেওয়া যায় না।
 
স্থানীয় বিশ্লেষক ও নাগরিক সমাজ মনে করেন, রংপুর বরাবরই রাষ্ট্রীয় উন্নয়ন পরিকল্পনায় উপেক্ষিত। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে অন্যান্য বিভাগের তুলনায় অনেক কম বরাদ্দ পায় রংপুর বিভাগ। এই অবহেলা দীর্ঘমেয়াদে দরিদ্রতা ও পশ্চাৎপদতাকে আরও বাড়িয়ে দিচ্ছে।
 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুরের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক রাফিউল আজম নিশার খান সামাজিক যোগাযোগ মাধ্যমের এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, "রংপুর অঞ্চল বরাবরই বৈষম্যের শিকার। অন্তর্বর্তী সরকারের সময় আমরা আশা করেছিলাম বৈষম্য কিছুটা কমবে। দেখলাম পুরাতন বন্দোবস্তই চলমান। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।"
 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহামুদুল হক বলেন, "ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান ও পরবর্তী বাংলাদেশের ইতিহাসে বৈষম্যবিরোধী সব আন্দোলনে রংপুর অগ্রণী ভূমিকা রেখেছে। ১৯৪৭ থেকে ২০২৪—এই দীর্ঘ সময়ে দেশের প্রথম শহীদও এসেছেন এই অঞ্চল থেকেই। কিন্তু আজও সেই রংপুর উন্নয়নের প্রান্তে পড়ে রয়েছে।"
 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর তথা উত্তরবঙ্গের প্রতি অনন্তকালের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুরের শিক্ষার্থীরা পরীক্ষা ব্যতীত সকল ক্লাস বর্জন এবং মডার্ন মোড় ব্লকেড ও সংবাদ সম্মেলন কর্মসূচি ঘোষণা করেন।       
 
লেখক: শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। 

মন্তব্য করুন


Link copied