আর্কাইভ  বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫ ● ১৬ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫

ফুলবাড়ীতে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, বিকাল ০৫:৫৩

Advertisement

সিদ্দিকুর রহমান শাহীন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধ : শাপলা ফুল তুলতে গিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে।
 
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল ৪টার দিকে  উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের চোত্তাবাড়ী এলাকায়। নিহতরা সম্পর্কে তাওয়া তো বোন বলে জানা গেছে। 
 
তারা হলেন, চোত্তাবাড়ি গ্রামের আলম মিয়ার মেয়ে আশা মনি (১১) ও আবুবক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া (১১)। তারা দুজনই উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
 
স্থানীয় বেলাল মিয়া জানান, সোমবার বিকেলে বৃষ্টির মাঝে পার্শ্ববর্তী বড় ডোবা নামে নিচু জমিতে শাপলা ফুল তোলার জন্য পানিতে নামে দুই বান্ধবী।  কিন্তু ওই ডোবায় বড় রড় গর্ত ছিল জানতো না তারা।   ফুল তুলতে তুলতে কোনো এক সময় তারা ওই গর্তের গভীর পানিতে ডুবে যায়।
 
এদিকে ওই ডোবাতে মাছ ধরতে আসা লোকজন দুর থেকে দেখতে পান দুজনের লাশ পানিতে ভেসে আছে। এসময় লোকজন চিৎকার শুরু করলে তারা জড়ো হয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন


Link copied