আবিদা সুলতানা : উত্তরবঙ্গের বাজেট বৈষম্য দূরীকরণ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে পূর্নাঙ্গ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রুপান্তরের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে উত্তরবঙ্গের সাধারণ ছাত্র জনতা।
মঙ্গলবার (২৯) জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারক লিপি প্রদান করে।
স্মারক লিপিতে দুটি দাবির কথা তুলে ধরা হয়। প্রথমত উত্তরবঙ্গের বাজেট বৈষম্য দূরীকরণ এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নের জন্য একটি স্বতন্ত্র আঞ্চলিক উন্নয়ন কমিশন গঠন।দ্বিতীয়ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে পূর্নাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তরের দাবি জানানো হয় এই স্মারক লিপিতে।
এতে আরে উল্লেখ করা হয়, আগামী ৪৮ ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে দাবি বাস্তবায়নে কার্যকর ঘোষণা ও পদক্ষেপ গ্রহণ করা না হলে, " উত্তরবঙ্গ ব্লকেড সহ সর্বাত্মক আন্দোলনের ডাক দেওয়া হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি নির্লিপ্ত থাকে, তবে শিক্ষার্থীরা সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের পথে যেতে বাধ্য হবে।"
আবিদা সুলতানা
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর