সুবর্ণা সিকদার: রংপুরে সাম্প্রতিক সময়ে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। দিনের পাশাপাশি রাতেও একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ায় শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষদের দুর্ভোগ বেড়েছে।
শহরের তাজহাট, ধাপ, বড়বাজার, এবং মেডিকেল মোড়সহ বিভিন্ন এলাকায় প্রতিদিনই একাধিকবার বিদ্যুৎ চলে যাচ্ছে। কখনো কখনো একটানা ২-৩ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ইন্টারনেট নির্ভর কাজ, ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস এবং ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
রংপুর মহানগরের বাসিন্দা ওষুধ ব্যবসায়ী কামাল হোসেন বলেন, "এই গরমে বিদ্যুৎ না থাকায় দোকানে ফ্রিজের ওষুধ নষ্ট হয়ে যাচ্ছে। এমন চলতে থাকলে আর ব্যবসা চালানো কঠিন হবে।"
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বিদ্যুৎ সরবরাহে ঘাটতির কারণে লোডশেডিং করা হচ্ছে। আমরা চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।”
গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভ্রাটের মাত্রাও বাড়ছে, ফলে জনসাধারণের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হচ্ছে। নাগরিকদের দাবী, দ্রুত সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
লেখক: শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।