আর্কাইভ  শনিবার ● ২২ নভেম্বর ২০২৫ ● ৮ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

যে কারণে কিছু মানুষ ভূমিকম্প টের পান না

যে কারণে কিছু মানুষ ভূমিকম্প টের পান না

মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থী রাফিউলের

মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থী রাফিউলের

যার মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট

যার মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট

জুলাই বিপ্লবের স্পিরিট বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় : রংপুর বিভাগীয় কমিশনার

মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, বিকাল ০৫:৩৯

Advertisement

মমিনুল ইসলাম রিপন: জুলাই আন্দোলনে শহীদ এবং আহতসহ অংশগ্রহণকারী ছাত্র-জনতার স্পিরিট বাস্তবায়ন করার না গেলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। 

মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় রংপুর মহানগরীতে নবনির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্প মাল্য অর্প শেষে এই মন্তব্য করেন তিনি। তার পাশাপাশি শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্প মাল্য অর্পণ করেন রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, এসি মোহাম্মদ রবিউল ফয়সাল, এসপি মুহাম্মদ আবু সাযইসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তিরা। পরে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ। 

পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিভাগীয় কমিশনার। বলেন যে বৈষম্যহীনতার বিরুদ্ধে জুলাই বিপ্লব সংঘঠিত হয়েছে।  তা বাস্তবায়ন করতে হবে। প্রশাসনের সব পর্যায়ে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত করতে হবে। প্রশাসন প্রতিষ্ঠার সংস্কার এবং বিচার নিশ্চিতের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষাকে সম্মান জানাতে হবে। 

পরে রংপুর শিল্পকলা একাডেমী মিলানতানে শহীদ পরিবার আহত যোদ্ধাদের  সম্মেলন,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি তো করেন ডিসি মোঃ রবিউল ফয়সাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার শহীদুল ইসলাম এবং এসপি আবু সাইম। এতে শহীদ পরিবার আহত জুলাই যোদ্ধা এবং সম্মুখ জুলাই যোদ্ধারা অংশ নেন।

মন্তব্য করুন


Link copied