আর্কাইভ  বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫ ● ২৩ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫

র‌্যাব ১৩ এর অভিযানে  ইয়াবা এবং ফেন্সিডিল জব্দসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বুধবার, ৬ আগস্ট ২০২৫, দুপুর ০১:৪৯

Advertisement

প্রেস বিজ্ঞপ্তি: 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ০৬/০৮/২০২৫ তারিখ আনুমানিক রাত ০০.৫৫ ঘটিকার সময় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কাহারোল থানাধীন ৫নং সুন্দরপুর ইউপির ৮নং ওয়ার্ডের দশ মাইল শ্যামা কালী মন্দিরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামীর দেহ তল্লাশী করে বাম পকেটে রক্ষিত ০৫ (পাঁচ) টি কালো এয়ারটাইট পলিজিপার প্যাক এর মধ্যে সর্বমোট ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ধৃত আসামী ১। আব্দুল মজিদ (২৮), পিং- মোহাম্মদ আলী, সাং- নশরতপুর এবং ২। আসাদুজ্জামান রিপন(২৯), পিং- আব্দুর রহমান, সাং- রাণীপুর, উভয় থানা- চিরিরবন্দর, জেলা- দিনাজপুর'দ্বয়কে গ্রেফতার করে।  পরবর্তীতে একই তারিখ আনুমানিক ০২:৫০ ঘটিকার সময় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন ভেলাগুড়ি ইউনিয়ন এর অন্তর্গত ৫নং ওয়ার্ডের পূর্ব কদমা সাকিনস্থ জনৈক মনি বর্মন (৪৫), পিতা- বাবুরাম বর্মন এর বসতবাড়ির সামনে জাওরানী বাজার থেকে বোর্ডের হাট বাজারগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে  আসামীদের ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ৩০০ বোতল ফেন্সিডিল ও দুইটি মোটরসাইকেল জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী ১। পারভেজ রহমান (২২), পিতা-মোজাম্মেল হক, মাতা-পারভীন বেগম, সাং-দই খাওয়া (৬নং ওয়ার্ড) গোতামারী ইউপি, ২। পিযুষ চন্দ্র রায় (২৫), পিতা-শ্রী অশ্বিনী চন্দ্র রায়, মাতা-নমিতা রানী রায়, সাং-পূর্ব কদমা (৫নং ওয়ার্ড) ভেলাগুড়ি ইউপি এবং ৩। শ্রী সাধন চন্দ্র রায় (২৩) পিতা-শ্রী কান্তেশ্বর চন্দ্র রায়, মাতা-শ্রীমতী অঞ্জলী রানী, সাং-পূর্ব কদমা (৫নং ওয়ার্ড) ভেলাগুড়ি ইউপি, সর্ব থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট'দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত সংশ্লিষ্ট আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।    

মন্তব্য করুন


Link copied